skip to content
Thursday, May 1, 2025
HomeScrollবাংলার ইমরান হাসমি পরম
Killbill Society

বাংলার ইমরান হাসমি পরম

সঙ্গী হিসাবে তো যে কারও অসুবিধা হবে, বনিকে নিয়ে বললেন কৌশানী

Follow Us :

কলকাতা: টলিপাড়ার নতুন সেনসেশন কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। কর্মাশিয়াল ছবি থেকে অভিনেত্রীকে দেখা যাচ্ছে অন্য ধারার ছবিতে। রাজ চক্রবর্তীর ‘প্রলয়’, শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ‘বহুরূপী’ আর এখন সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ‘কিলবিল সোসাইটি’ (Killbill Society)তে নতুনভাবে ধরা দেবেন কৌশানী। বড়পর্দায় প্রথম চুমুর দৃশ্যে অভিনয় করবেন নায়িকা। নায়িকাকে বলতে শোনা গেল বাংলার ইমরান হাসমি পরম। চুমু নিয়ে বনি কী বললেন জানালেন নায়িকা।

আরও পড়ুন: ব়্যাম্পে জাহ্নবী, খুলে ফেলেন ওভারকোট

বাণিজ্যিক ছবির গ্ল্যামারস হিরোইন থেকে কৌশানী (Koushani Mukherjee) এখন ডিগ্ল্যাম নায়িকা। কিলবিলে কৌশানীর সঙ্গে পরমব্রতর (Parambrata Chatterjee) রয়েছে গভীর চুম্বনের দৃশ্য। প্রথম চুমুর দৃশ্যে অভিনয় করবেন নায়িকা। কেমন অভিজ্ঞতা, নিজেই খোলসা করলেন সৃজিতের নায়িকা পূর্ণা। অভিনেত্রীর জানিয়েছেন পর্দায় ঠোঁট ঠোঁট রেখে চুমু খাওয়া নিয়ে আমার এত বিরোধিতা এই চরিত্রটার জন্যসেই জায়গাটায় নিজেকে মানিয়ে নিয়েছি। পরমদা ইমরান হাশমির মতো দারুণ চুমু খায়। তবে আমি সৃজিতদাকে বলেই দিয়েছিলাম, এটা যেন একটা টেকেই হয়ে যায়। একটা চ্যালেঞ্জ তো ছিলই, সেটা অতিক্রম করতে হয়েছে। এটা হওয়ারই ছিল। এর আগে কিন্তু বনির সঙ্গেও পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করিনি। চুমু খাওয়া নিয়ে বনির প্রসঙ্গে বলেন সঙ্গী হিসাবে তো যে কারও অসুবিধা হবে। চুমুর দৃশ্যের অভিনয় বনির গ্রহণ করতে সময় লেগেছে। তবে বনি এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular