skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeScrollনতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ ও কর্মবিরতির ডাক আইনজীবীদের
New Law Protest

নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ ও কর্মবিরতির ডাক আইনজীবীদের

আইনজীবীদের কর্ম বিরতির ফলে সমস্যায় পড়েছেন বিচারপ্রার্থীরা

Follow Us :

ডায়মন্ড হারবার: আজ থেকে গোটা দেশজুড়ে লাগু হচ্ছে নতুন আইন (New Law) । সোমবার থেকে ব্রিটিশ আমলের তৈরি ফৌজদারি আইন বাতিল করে কার্যকর হল এ আইন। স্বাধীনতার ৭৫ বছর পর ভারতে নতুন আইন কার্যকর করা হয়েছে। ১৮৯৮ সালে তৈরি ভারতীয় আইন অবশেষে বাতিল করা হলো। আজ থেকে ভারতবর্ষে লাগু হলো ভারতীয় ন্যায় সংহিতা। সোমবার সকাল থেকে কলকাতা হাইকোর্ট, ডায়মন্ড হারবার মকুমা আদালত সব বিভিন্ন আদালতে কর্ম বিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা। কর্ম বিরতির পাশাপাশি নতুন আইন বাতিলের দাবিতে পথে নামেন ডায়মন্ডহারবার মহকুমা আদালতের আইনজীবীরা। আইনজীবীদের কর্ম বিরতির ফলে সমস্যায় পড়েছেন বিচারপ্রার্থীরা।

এ বিষয় ডায়মন্ড হারবার মহকুমা আদালতের সম্পাদক পৃতবাস মন্ডল বলেন, এই নতুন আইনের ফলে সাধারণ মানুষ অনেক সমস্যার মধ্যে পড়বে। যেখানে ন্যূনতম অপরাধ করলে ১০০ থেকে ২৫০ টাকার বিনিময়ে জামিন পায় বিচার প্রার্থীরা। কিন্তু নতুন আইন লাগু হওয়ার ফলে করে সেই জামিনের জন্য সাধারণ মানুষকে গুনতে হবে মোটা অংকের টাকা। এর ফলে সাধারণ মানুষের আর্থিক সমস্যার মধ্যে পড়বে । নতুন আইনে বহু ধারা পরিবর্তন করা হয়েছে এর ফলে বিচার প্রার্থীরা কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়বে এর পাশাপাশি অসুবিধা হবে আইনজীবীদের। কিন্তু এই আইনকে আবার অনেকে সাধুবাদ জানিয়েছে। কার্যত আইনজীবীদের কর্ম বিরতির ফলে ডায়মন্ডহারবার মহকুমারের আদালতে আসা বিচার প্রার্থীদের পরিবার কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়েছে। নতুন আইন বাতিলের দাবিতে সোমবার সংসদে বিরোধীরা বিক্ষোভ দেখাবে এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন: নদী থেকে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular