Thursday, July 3, 2025
HomeScrollচমকপ্রদ গেম নিয়ে এবার হাজির হচ্ছে লিঙ্কডইন
LinkedIn With Games

চমকপ্রদ গেম নিয়ে এবার হাজির হচ্ছে লিঙ্কডইন

গেম ব্যবহারকারী কর্মীদের স্কোর অনুযায়ী কোনও কোম্পানিকে ব়্যাঙ্ক দেওয়া হবে

Follow Us :

নয়াদিল্লি: সোশ্যাল নেটওয়ার্কিং সাইট লিঙ্কডইনের (LinkedIn) এবার নতুন চমক। এবার গেম (Game) নিয়ে আসতে চলেছে লিঙ্কডইন। লিঙ্কডইনের একজন মুখপাত্র বলেছেন, আমরা লিঙ্কডইন অভিজ্ঞতার মধ্যে ধাঁধা-ভিত্তিক গেমগুলি নিয়ে আসছি। লিঙ্কডইন মাইক্রোসফটের মালিকানাধীন পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। যার কোটি কোটি ব্যবহারকারী। প্ল্যাটফর্মটি ধাঁধা গেমের জনপ্রিয়তাকে সামনে রেখে ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়াতে চাইছে। অ্যাপ গবেষক নিমা ওজি বলেছেন, এটি অনন্য বৈশিষ্ট নিয়ে আসতে চলেছে। যার সঙ্গে কর্মক্ষেত্রের যোগ থাকবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। কর্মীদের স্কোর দিয়ে কোম্পানিকে ব়্যাঙ্ক দেওয়া হবে।

টেকক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, লিঙ্কডইন বর্তমানে কুইন্স, ইনফারেন্স এবং ক্রসক্লাইম্ব নামে তিনটি ধাঁধা-ভিত্তিক গেম তৈরির প্রক্রিয়ায় রয়েছে। তবে কবে তা প্রকাশ করা হবে সেই বিষয়ে কোনও নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। লিঙ্কডইন মুখপাত্র বলেছেন, আমরা লিঙ্কডইন অভিজ্ঞতার মধ্যে ধাঁধা-ভিত্তিক গেমগুলি যোগ করছি। যাতে কিছুটা মজাদার, সম্পর্ককে আরও গভীর করতে তা ব্যবহার করা যায়।

আরও পড়ুন: বাবাকে গুলি করে খুনের চেষ্টা বহরমপুরে

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39