বহরমপুর: ছেলে কোনও কাজ করে না। বৃদ্ধ বয়সে বাবাকেই বাজার করতে হয়। এ নিয়ে বলতেই ছেলে রাগে বাবার বুকে গুলি চালিয়ে দিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বহরমপুরে (Berhampore)। জখম বৃদ্ধের নাম সুশান্ত মণ্ডল (Sushanta Mondal)। অভিযুক্ত ছেলের নাম সৌমেন মণ্ডল। হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে বৃদ্ধকে। রবিবার বহরমপুর থানার সৈদাবাদ জোড়া শিব মন্দির এলাকার ঘটনা। অভিযুক্তকে খুঁজছে পুলিশ (Police)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তদন্ত করে দেখা হবে। তার খোঁজ চলছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সৌমেন সেরকম কাজ করত না। মোবাইলের প্রতি আসক্তি ছিল তার। এই নিয়ে বকাবকি করতেই ওই ঘটনা। হাসপাতালে জখম বৃদ্ধ জানিয়েছেন, কষ্ট করে সংসার চালাতে হয়। ছোট ছেলে কোনও কাজ করে না। এর আগেও আমাকে মারধর করেছে। সকালে বাজার করা নিয়ে কথা বলতেই গুলি চালিয়ে দিল। আমি ওর শাস্তি চাইছি।
আরও পড়ুন: সিকিম, অরুণাচল প্রদেশে ভোট গণনার দিন পরিবর্তন
আরও খবর দেখুন