Placeholder canvas

Placeholder canvas
HomeScrollগত এক সপ্তাহে হিট স্ট্রোকে মৃত্যু ৩৩ জনের
Heatstroke

গত এক সপ্তাহে হিট স্ট্রোকে মৃত্যু ৩৩ জনের

Follow Us :

কলকাতা: গরমে হাঁসফাঁস রাজ্যবাসী। তাপমাত্রার পাারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর। আর এই গরমেই হিট স্ট্রোকে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত এক সপ্তাহে রাজ্যে ৩৩ জন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকেরা বলছেন, তীব্র গরমে সতর্ক না হলে আগামী দিনে সমস্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা। কারণ, শুধু রাস্তায় ঘোরাঘুরিতে নয়, বাড়িতে বদ্ধ পরিবেশে থাকলেও হিট স্ট্রোক হতে পারে।

স্বাস্থ্য দফতরের তরফে হিট স্ট্রোকের থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দিষ্ট পোর্টালে তাপজনিত অসুস্থতায় আক্রান্তদের তথ্য নথিভুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানেই গত এক সপ্তাহে ৩৩ জন অসুস্থের তথ্য আপলোড হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। তাপজনিত কারণে অসুস্থ হলে কী করবেন তারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন: শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, জানাল আলিপুর

RELATED ARTICLES

Most Popular