দাসপুর: আগামী ২৫ মে, ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে (Ghatal Lok Sabha)। তার আগেই দুই অভিনেতার লড়াই কেন্দ্রে পড়ল ভোট বয়কটের (Vote Boycott) পোস্টার। পশ্চিম মেদিনীপুর জেলার (Paschim Medinipur) দাসপুর ১ নম্বর ব্লকের ধর্মা গ্রামে ভোট বয়কটে সামিল হওয়ার জন্য পড়ল পোস্টার। গ্রামবাসীদের দাবি, বাম আমল থেকে এলাকার কোনও উন্নয়ন হয়নি, বারেবারে প্রশাসনকে জানিয়েও গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে যোগাযোগের একমাত্র কাঠের সেতু মেরামতের কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন। তাই এবার বাধ্য হয়ে এমনই পথ বেছে নিয়েছে বলেই দাবী গ্রামবাসীদের।
ভোট বয়কট প্রসঙ্গে দাসপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সুনীল ভৌমিক জানিয়েছেন, রাজনৈতিকভাবে এই পোস্টার দেওয়া হয়েছে। এলাকায় যথেষ্ঠ উন্নয়ন হয়েছে, শুধু ব্রীজের একটু সমস্যা রয়েছে। সেটাও খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে জানিয়েছেন তিনি। পোস্টারিং-এর ঘটনার পর খবর পেয়ে গ্রামে পৌঁছয় ব্লক প্রশাসনের আধিকারিকেরা। ধর্মা গ্রামে যায় বিডিও জয়েন্ট বিডিও সহ, ব্লক প্রশাসনের আধিকারিকেরা। গ্রামে গিয়ে পুরো বিষয় খতিয়ে দেখে তারা। পুরো পরিস্থিতি খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছে আধিকারিকরা।
আরও পড়ুন: সন্দেশখালির ধর্ষণের ঘটনা সাজানো, বিজেপি নেতার ভাইরাল ভিডিও তোলপাড়
উল্লেখ্য, রাজনৈতিক মহলের মত, আসন্ন লোকসভা নির্বাচনে যে কয়েকটি কেন্দ্র তৃণমূল পাখির চোখ করেছে, তার মধ্যে অন্যতম ঘাটাল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে এক লক্ষের কিছু বেশি ভোটে হারিয়েছিলেন দেব। কিন্তু ২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের শঙ্কর দোলুইকে হারিয়ে ঘাটালের বিধায়ক হয়েছেন বিজেপির শীতল কপাট। ডেবরা এবং পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রেও বিজেপির ভোটের হার অনেকটাই বেড়েছে।
পাশাপাশি, ঘাটাল লোকসভার কেশপুর বিধানসভা কেন্দ্রে একাধিক তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। আর সেই কারণেই ঘাটাল নিয়ে এবার একটু বেশিই সক্রিয় তৃণমূল। আর নির্বাচনী প্রচারে মূল অস্ত্র ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। কেন্দ্র যদি টাকা না দেয় রাজ্যেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ করবে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। অতঃপর নির্বাচনী ময়দানে বারবার ফিরে ফিরে আসছে মাস্টার প্ল্যান প্রসঙ্গ। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু না হলে তৃণমূলকে আর ভোট দিতে হবে না, নির্বাচনী প্রচারে নেমে এমনই চূড়ান্ত কথা শোনা গেছে তৃণমূল প্রার্থী দেবের মুখে।
হাইভোল্টেজ ঘাটাল লোকসভা কেন্দ্রে আসন্ন লোকসভা ভোটে দেবের বিপরীতে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)-কে। ঘাটালের মাটিতে জোরকদমে দুই তারকা প্রার্থীই প্রচার চালাচ্ছেন। হিরণ প্রথম থেকেই দেবের বিরুদ্ধে নানারকম অভিযোগ তুলে এসেছেন। ভোটের ময়দানে সে অভিযোগের ঝাঁঝ আরও বেড়েছে। কাটমানি নেওয়া থেকে শুরু করে সংসদে গড়হাজিরা ইত্যাদি একাধিক অভিযোগ দেবের বিরুদ্ধে তুলেছেন হিরণ। দেব অবশ্য এইসবে পাত্তা দিতে নারাজ। মানুষের প্রতি আস্থা রেখে হাসি মুখেই জবাব দিয়েছেন, ও কী বলছে তার উত্তর দিয়ে সময় নষ্ট করে আমার তো কোনও লাভ হবে না, বরং সেই সময়টা আমি মানুষকে দিলে ভালো কিছু হবে।
আরও খবর দেখুন