কলকাতা: সন্দেশখালির (Sandeshkhali Incident) মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সাজানো। বিস্ফোরক দাবি স্থানীয় বিজেপি নেতার। ধর্ষণের অভিযোগ সাজানো? এক ভাইরাল হওয়া ভিডিয়ো-তে এমনই চাঞ্চল্যকর কথা বলতে শোনা গিয়েছে স্থানীয় বিজেপি নেতাকে (BJP leaders)। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন। ভাইরাল হওয়া ভিভিওতে সন্দেশখালি দু’নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, ধর্ষণ-সহ বিভিন্ন অভিযোগ সাজানো হয়েছে। সবটাই হয়েছে পরিকল্পনামাফিক।
বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের আরও দাবি, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশে সব কিছু করানো হয়েছে স্থানীয় বিজেপি নেত্রী জবারানি সিংহকে দিয়ে। এর জন্য টাকাও দেওয়া হয়েছে। ওই ভিডিও ভাইরাল পর প্রবল চাপে পড়েছেন বিজেপির জেলা নেতৃত্ব। এর আগেও কলকাতা টিভিতে বারবার দেখানো হয়েছিল ভাড়া করা মহিলাদের দিয়ে নারী নির্যাতনের মনগড়া ঘটনা তৈরি করা হয়েছে। ফোনে নির্দেশ পেলেই আগুন লাগানোর জন্য মহিলারা তৈরি, এই খবর প্রথম প্রচার হয় কলকাতা টিভির পর্দায়। কয়ালের আরও অভিযোগ, সন্দেশখালির বিজেপির আওভায়ক শুভঙ্কর গিরি স্থানীয় মহিলাদের ব্রেন ওয়াশ করাতেন। এই ঘটনায় নাম জড়িয়েছে শুভেন্দু অধিকারীর পিএ পীযূষ পাত্রেরও। ভিডিওতে কয়ালকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালির মহিলাদের বলা হত আপনারা ধর্ষণের অভিযোগ না করলে আন্দোলনের দীর্ঘতর হবে না। প্রথমে বসিরহাট বিজেপি প্রার্থী রেখা পাত্র ধর্ষণের অভিযোগ করেন। শুভেন্দু অবশ্য বলেন, ভিডিওর ব্যাপারে বিস্তারিত বলতে পারব না। কার গলা, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: দীপ্সিতার নামে আপত্তিকর মন্তব্য কল্যাণের, প্রতিবাদ করায় সিপিএম সমর্থককে মার তৃণমূলের
৫ জানুয়ারির পর লাগাতার সন্দেশখালি নিয়ে রাজ্য ও গোটা দেশ তোলপাড়। নির্যাতিত মহিলারা দেখা করে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-এর সঙ্গে দেখাও করেন। সন্দেশখালির ঘটনার জল সুপ্রিম কোর্টে পর্যন্ত গড়িয়ে ছিল। ঘটনায় সিবিআই তদন্তও শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ২০২৪ এর লোকসভা নির্বাচনে সন্দেশখালি নারী নির্যাতনকে ইস্যু করেছেন নির্বাচনী প্রচারে। সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে। এবার বিজেপি নেতার অডিও ভাইরাল হতেই নয়া মোড় সন্দেশখালির কণ্ডে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর তৃণমূল টুইট করে বিজেপিকে আক্রমণ শানিয়েছে। লিখেছে, তাই এভাবেই বাংলা বিরোধী বিজেপিকে চিনে নিন। পুরো ঘটনাই শুভেন্দু অধিকারীর সাজানো। বাংলা ও সন্দেশখালিকে বদনাম করার জন্য স্থানীয় লোকদের টাকা দিয়ে ‘মাস রেপস’-এর মিথ্যা ঘটনা সাজিয়েছে। ক্যামেরায়, বিজেপি নেতারা স্বীকার করেছেন যে তাদের শুভেন্দু অধিকারী এই ঘটনা তৈরির জন্য টাকা দিয়েছেন। ঝুলি থেকে বেড়াল বের হল। মোদি-শাহ, কেন্দ্রীয় এজেন্সি এবং তাদের মিত্রদের অশুভ চক্রান্ত উন্মোচন হয়েছে।
দেখুন ভিডিও