skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollকমিশন মানহানি করেছে, মামলা করলেন প্রাক্তন বিচারপতি
Abhijit Gangopadhyay

কমিশন মানহানি করেছে, মামলা করলেন প্রাক্তন বিচারপতি

Follow Us :

কলকাতা: এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অবিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বুধবার বিকেলে কলকাতা হাইকোর্টে এসে সরাসরি ভারতের জাতীয় নির্বাচন কমিশনের অর্ডারকে চ্যালেঞ্জ করেন তিনি। বিজেপি প্রার্থী বলেন, কমিশন তাঁকে কলঙ্কিত করেছে এবং তাঁর মানহানি করেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অভিজিতের করা মন্তব্যের কঠোর ভাষায় সমালোচনা করেছিল নির্বাচন কমিশন। ইতিমধ্যে অভিজিতের নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টার স্থগিতাদেশ দিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গ রাজ্যে যেখানে মহিলাদের সম্মান করার স্বতন্ত্র ঐতিহ্য রয়েছে, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত শব্দ বাংলার মর্যাদা ক্ষুণ্ণ করেছে, ভাবমূর্তিরও ক্ষতি করেছে। এর পাশাপাশিই অভিজিতের শিক্ষার প্রসঙ্গ টেনে কমিশন লিখেছিল, তাঁর মতো শিক্ষিত মানুষের কাছ থেকে এই ধরনের ন্যক্কারজনক শব্দ কাম্য নয়। তিনি ভারতীয় মহিলাদের তো বটেই সাংবিধানিক পদমর্যাদায় থাকা রাজনীতিকেরও সম্মান ক্ষুণ্ণ করেছেন।

আরও পড়ুন: ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় মানি না, মানব না, মন্তব্য মমতার

অভিজিতের অভিযোগ, সে সুযোগ না দিয়ে কমিশন একতরফা রায় দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, কমিশনের কিছু অফিসার কারও কারও দ্বারা প্রভাবিত। তিনি বলেন, অন্য কারও মান থাকতে পারে। রেখা পাত্রের মান নেই। আমারও মান থাকতে পারে না। আমি আদালতে যাব। সেইমতো এদিন কমিশনের বিরুদ্ধে মামলা করলেন বিজেপির অভিজিৎ।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular