মুম্বই: এক যুগ পর ওয়াংখেড়ে স্টেডিয়ামের (Wankhede Stadium) ভূত কাটাল কলকাতা নাইট রাইডার্স (KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) তাদের ঘরের মাঠে হারানোর তৃপ্তিই আলাদা, তা শাহরুখ খানের থেকে কেউ বেশি জানে না। শুক্রবার এই ঐতিহাসিক জয়ের অন্যতম কান্ডারি মিচেল স্টার্ক (Mitchell Starc)। ফাইনাল স্পেলে এসে কামাল করেছেন তিনি। অথচ টুর্নামেন্ট শুরুর পর থেকে তুমুল সমালোচিত হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ছড়িয়েছে মিম।
এই আইপিএলে ওভারপ্রতি ১১.৪০ রান করে দিয়েছেন স্টার্ক। তবে মুম্বইয়ের বিরুদ্ধে মেলে ধরলেন তাঁর সেরা পারফরম্যান্স। ৩.৫ বলে ৩৩ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। নিখুঁত ইয়র্কারে জেরাল্ড কোয়েটজির মিডল স্টাম্প ছিটকে দেওয়া এবং অজি পেসারের সেলিব্রেশন বহুদিন মনে থাকবে।
আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সকে ঘরের মাঠে হারাল কলকাতা নাইট রাইডার্স
এতদিন সেভাবে মুখ খোলেননি, এবার খুললেন। মজা করেই বোঝালেন, আইপিএলে তিনিই একমাত্র বোলার নন যিনি মার খেয়েছেন। স্টার্ক বলেন, “খুব বেশি বোলার মার খায়নি, খেয়েছে কি? (হাসি) জার্নিটা দারুণ চলছে। আমরা দ্বিতীয় স্থানে আছি, অর্থাৎ আমরা ভালোই খেলছি। এটা টি২০ ক্রিকেট, সবকিছু নিজের পরিকল্পনা মতো হয় না। শুরুটা ভালো করতে চেয়েছিলাম অবশ্যই। কিন্তু যা হওয়ার তা হয়েছে। আমরা দ্বিতীয় স্থানে, সেটাই আসল।”
কেকেআরের তরুণ বোলারদের প্রশংসায় ভরিয়ে দিলেন অভিজ্ঞ অজি পেসার। তিনি বলেন, “আমি একটু বেশি অভিজ্ঞ এবং বয়স্ক। আবার একই সঙ্গে খুব বেশি টি২০ ক্রিকেট খেলিনি। তাই আমরা একজন আর একজনের কাছ থেকে শিখছি, একসঙ্গে কাজ করছি। আমাদের দারুণ একটা বোলিং গ্রুপ রয়েছে। আমি অবশ্যই ওদের জ্ঞান দেওয়ার কেউ নই। তবে কারও প্রশ্ন থাকলে আমি সানন্দে উত্তর দেব।”
দেখুন অন্য খবর: