Thursday, July 3, 2025
HomeBig newsআমরা বিচার চাই, ওরা অশান্তি চায়, বিজেপিকে তোপ মমতার
Mamata Banerjee

আমরা বিচার চাই, ওরা অশান্তি চায়, বিজেপিকে তোপ মমতার

আসল আন্দোলন থেকে মুখ ঘোরাতে চায় বিজেপি, আরজি কর কাণ্ডে তোপ তৃণমূল নেত্রীর

Follow Us :

কলকাতা: আসল আন্দোলন থেকে মুখ ঘোরাতে বিজেপি বাংলা বনধের ডাক দিয়েছে। সব বাংলাকে বদনাম করার চক্রান্ত। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day) উপলক্ষে মেয়ো রোডে সমাবেশ থেকে বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল নেত্রী বললেন, আজকের দিনটি আমরা উত্‍সর্গ করছি, সমাজে যাঁরা নির্যাতিত হয়েছেন, বিশেষ করে আরজি কর-এর নির্যাতিত বোনটি। বিজেপি জেনে শুনে আজ বনধ ডেকেছে, কারণ ওদের ডেডবডি চাই। আমরা দোষীদের ফাঁসি চাই, বিচার চাই। নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রসংশা করে মমতা বলেন, পুলিশ যথেষ্ট সংযত হয়ে কাজ করেছে। নিজেরা আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন: ১৬ দিন হয়ে গেল কোথায় গেল বিচার? প্রশ্ন মমতার

এদিন মমতা বলেন, মহারাষ্ট্রে শিশু নির্যাতিত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মণিপুরের মহিলাদের উপর হওয়া নির্যাতনের কথাও তুলে ধরে মমতা। তিনি বলেন, আজকে এই সমাবেশ নির্যাতিতাদের উৎসর্গ করলাম। বিশেষ করে আর জি করের আমার প্রিয় বোনটিকে, যেভাবে নির্যাতিত হয়েছেন। নির্যাতিত পরিবারকে উৎসর্গ করলাম। অসমের ঘটনা টেনে তাঁর দাবি, সেখানে এনকাউন্টার করে দেওয়া হয়েছে। দোষীদের ফাঁসির দাবিতে সরব হলেন মমতা। বললেন, “আমরা দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই। এরা ডেঞ্জারেস, নিজেদের লোকেও মেরে ফেলতে পারে। বিজেপি ডেড বডি চায়, ওঁরা চায় যাতে দোষীদের ফাঁসি না হয়, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আন্দোলনের মুখ ঘোরাতেই ওরা চক্রান্ত করছে। বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে। কিন্তু মনে রাখবেন খেলাটা এতো সহজ নয়।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39