Thursday, July 3, 2025
HomeScrollবর্ধমানে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, ঘুরে দেখবেন বন্যা কবলিত এলাকা
Mamata Banerjee

বর্ধমানে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, ঘুরে দেখবেন বন্যা কবলিত এলাকা

জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন মমতা

Follow Us :

কলকাতা: বন্যা বিপর্যস্ত এলাকায় ফের দুদিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ সোমবার পূর্ব বর্ধমানে (Burdwan) এবং বীরভূমের মঙ্গলবার প্রশাসনিক সভা (Administrative Meeting) করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি ডিভিসির ছাড়া জলে বানভাসি হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। ভেঙে পড়েছে বাড়ি। এই সময় ত্রাণ ও পুনর্বাসনের কাজ সুষ্ঠুভাবে যাতে হয় সেই তা দেখতেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন বলে খবর। আজ পূর্ব বর্ধমান ও আগামিকাল অর্থাত্‍ বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মমতা।

সূত্রের খবর সোমবার মমতা জামালপুর-সহ বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। এরপর বর্ধমান শহরে প্রশাসনিক বৈঠক করবেন। জেলাশাসক, পুলিশ সুপার-সহ প্রশাসনের কর্তাব্যক্তি ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা বৈঠকে থাকবেন। বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতে ত্রাণ বণ্টনের কাজ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করবেন। আরও কতটা ত্রাণ প্রয়োজন তানিয়ে রূপরেখা ঠিক হতে পারে এই বৈঠক থেকে। তার পরেই জেলাশাসক, পুলিশ সুপার-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা বৈঠকে বসেন। বর্ধমান থেকে বাঁকুড়ায় যাবেন মমতা। বড়জোড়ায় দুর্গতদের ত্রাণ বিলি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে ‘কাকা’ কে?

মঙ্গলবার মমতার প্রশাসনিক বৈঠক রয়েছে বোলপুরে। বীরভূমের মাসাঞ্জোর জলাধারের ছাড়া জলে বেশ কিছু এলাকা প্লাবিত। মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতির নজর রাখছেন। প্রশাসনিক বৈঠকে বন্যা-সহ বীরভূমের অন্যান্য পরিস্থিতি নিয়েও আলোচনার সম্ভাবনা। উল্লেখযোগ্য, এমন একটি সময়ে মুখ্যমন্ত্রী বোলপুরে যাবেন, যখন তিহাড় জেল থেকে জামিনে মুক্ত হয়ে বীরভূমের ফিরছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত গ্রেফতারের পরে মমতা বলেছিলেন, ‘কেষ্টকে বীরের সম্মান দিয়ে জেল থেকে বার করে আনতে হবে। ঘটনাচক্রে, সোমবার তিহাড় জেল থেকে মুক্তি পেতে পারেন অনুব্রত। সোমবার সংশোধনাগার থেকে ছাড়া পেতে পারেন অনুব্রত। এহেন পরিস্থিতে জল্পনা, বীরভূম সফরে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে পারেন তৃণমূলনেত্রী।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39