নয়াদিল্লি: শনিবার নীতি আয়োগের (Niti Ayog) বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বলতে দেওয়া হয়নি। এটা ঠিক হয়নি। বৈঠকে ডেকে অসম্মান করা হয়েছে বলে প্রতিক্রিয়া দিল কংগ্রেস (Congress)। কংগ্রেস সাংসদ তারিক আনোয়ার এদিন বলেন, বিরোধী দলের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা রকমের আচরণ করা হয়েছে। অসম্মান করা হয়েছে।
বাজেটে বিরোধীদের সরকার থাকা রাজ্যগুলোকে বঞ্চনা করা হয়েছে। এই অভিযোগ তুলে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের এদিনের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেয়। কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়া জোটের অন্যতম শরিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাতেই অনেকে প্রশ্ন তুলেছিলেন ইন্ডিয়া জোটে ফাটল ধরা পড়েছে। কিন্তু, ইন্ডিয়া জোটে যোগ দিয়ে সেখান থেকে মাঝপথে বয়কট করে বেরিয়ে আসায় রাজনৈতিক মহলে হুলুস্থুল পড়ে গিয়েছে। বৈঠক থেকে আচমকা বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁকে বলতে দেওয়া হয়নি। যে ঘটনায় চাপে পড়ে গিয়েছে বিজেপি। মমতার সমর্থনে প্রতিক্রিয়া দিল কংগ্রেসও।
আরও পড়ুন : কংগ্রেসে ৯৯-এ, লুডোর মতো সাপের কামড়ে শূন্যে নামবে, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
আরও খবর দেখুন