Thursday, July 3, 2025
HomeScrollদণ্ড সংহিতা আইন নিয়ে মোদিকে চিঠি মমতার
Mamatas Letter to Narendra Modi

দণ্ড সংহিতা আইন নিয়ে মোদিকে চিঠি মমতার

তিনটি আইন নিয়ে আবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us :

কলকাতা: ফৌজদারি বিচার পদ্ধতির খোলনলচে বদলে যাওয়া তিনটি আইন নিয়ে আবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সরাসরি চিঠি (Letter) লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। আগামী ১ জুলাই থেকে ওই তিন আইন কার্যকর হওয়ার কথা। তিনি ওই তিন আইন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

চিঠিতে মমতা লিখেছেন, গত ডিসেম্বরে সংসদের দুই কক্ষের ১৪৬ জন সাংসদকে বহিষ্কারের পর যে স্বৈরাচারী পদ্ধতিতে ওই তিনটি বিল পাশ করানো হয়েছিল তা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দাগ। এখন তা পুনর্বিবেচনার প্রয়োজন। তিনি জানিয়েছেন, নৈতিকতা ও বাস্তবতা যাচাই করে পুরো প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হোক। তিনি আরও লিখেছেন, নৈতিকতার দিক দিয়ে আমি মনে করি সংসদীয় ব্যবস্থার স্বচ্ছতা এবং বিশ্বাস যোগ্যতার কথা ভেবে নব নির্বাচিত লোকসভার সদস্যদের তাঁদের আমলে কার্যকর হওয়া আইন নিয়ে বিতর্কতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত।

আরও পড়ুন: বানভাসী ঘাটালে বন্যা রুখতে আগাম পদক্ষেপ প্রশাসনের

উল্লেখ্য, গত বছরের ১১ অগাস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করে জানিয়েছিলেন ১৮৬০ সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড প্রতিস্থাপিত হবে ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে। ১৮৯৮ সালের ক্রিমিনাল প্রসিডিয়োর অ্যাক্ট প্রতিস্থাপিত হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এবং ১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট প্রতিস্থাপিত হবে ভারতীয় সাক্ষ্য বিলে।

আরও খবর দেখুন  

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39