কলকাতা: চলে গেলেন কানাডিয়ান বর্ষীয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড (Donald Sutherland)। মৃত্যকালে বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর অনবদ্য অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার মিয়ামিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। সাদারল্যান্ডের ছেলে অভিনেতা কিফার সাদারল্যান্ড বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্য হাঙ্গার গেমস ও ডোন্ট লুক নাওয়ের মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন কানাডিয়ান ডোনাল্ড সাদারল্যান্ড (Legendary Actor Donald Sutherland)। ক্যারিয়ার শুরু করেছিলেন একটি রেডিওতে সংবাদ প্রতিবেদক হিসেবে। ব্রিটিশ টেলিভিশন ও চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করেন। তিনি ১৯৬৭ সালে প্রকাশিত দ্য ডার্টি ডজন ও কেলির হিরোসে প্রথমবারের মতো বড় চরিত্রে অভিনয় করার সুযোগ পান যা তাকে সবার কাছে সুপরিচিত করে তোলে। কোরিয়ার যুদ্ধ নিয়ে নির্মিত এমএএসএইচ চলচ্চিত্রে প্রধান চরিত্রগুলোর একটিতে অভিনয় করেন তিনি।
আরও পড়ুন:রণবীরের সঙ্গে বেবিমুনে দীপিকা
আশির দশকের অস্কারজয়ী চলচ্চিত্র ‘অর্ডিনারি পিপল’-এ তিনি এক আত্মঘাতী কিশোরের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন। ডার্টি সেক্সি মানি ও কমান্ডার-ইন-চিফের মতো টেলিভিশন সিরিজে অভিনয় করেন সাদারল্যান্ড। তার প্রায় ষাট বছরের অভিনয় জীবনে ১৯০টির বেশি চলচ্চিত্র ও টিভি শোতে অভিনয় করেছেন। ২০১৭ সালে একাডেমিক পুরস্কার পান। সাদারল্যান্ড তার পুরো কর্মজীবনে রাজনৈতিক সক্রিয়তার জন্য পরিচিত ছিলেন। তিনি ফন্ডার পাশাপাশি ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন।
অন্য খবর দেখুন