কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjees) নাম করে তোলাবাজির অভিযোগ। ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ওএসডির বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ উঠেছে। এ নিয়ে কলকাতার শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরেরই এক কর্মী। এই অভিযোগের কথা প্রকাশ্যের আসার পর ফিরহাদ জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনও খবর ছিল না। অন্যদিকে কালীচরণ বলেন, এ নিয়ে কোনও মন্তব্য করব না। যা বসলার মেয়র বলবেন।
আরও পড়ুন: পার্থর জামিন-শুনানিতে অনুব্রত প্রসঙ্গ
ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা তোলা হয়৷ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এক ব্যক্তি কালীচরণের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ওএসডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, কালীচরণ টাকা তুলছেন অভিষেকের নাম করে। মেয়র ফিরহাদ বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম। কোনও অভিযোগ থাকলে, আমাকেই তো বলতে পারত। আমি বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতাম।
দেখুন ভিডিও