কলকাতাঃ পার্থ চট্টোপাধ্যায়দের (Partha Chatterjee) জামিন (Bail) মামলায় অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ উঠল আদালতে। শুক্রবার এজলাসে সেই প্রসঙ্গ তুললেন খোদ বিচারপতি অপূর্ব সিনহা। এদিন তিনি মামলার শুনানি চলাকালীন বলেন, বীরভূমের একজন সদ্য সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। তিনি তো আবার দলে যোগ দিয়েছেন। জামিন পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ও তো রাজনীতিতে যোগ দিতে পারেন।
পার্থর আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন, আপনি অনুব্রত মণ্ডলের কথা বলছেন। তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের তুলনা করবেন না। অনুব্রত বিধায়ক নন। তিনি একজন রিমোট কন্ট্রোলার। গোটা বীরভূম কন্ট্রোল করেন। এদিন শুনানির শুরুতে সিবিআইয়ের আইনজীবী সময় চান। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার মক্কেল জেলে নেই। তাই আপনাদের তাড়া নেই। তার মানে এই নয় যে আমি জামিনের পক্ষে বলছি। শুনানি শেষে আদালতের নির্দেশ, ১ অক্টোবরের মধ্যে সিবিআইকে তাদের সওয়ালের বক্তব্য লিখিতভাবে দিতে হবে মামলার সব পক্ষকে। ৩ অক্টোবর সিবিআইয়ের বক্তব্য নিয়ে আবেদনকারীদের কোনও বক্তব্য থাকলে জানাতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
আরও খবর দেখুন