ওয়েব ডেস্ক: আমেরিকার (US) প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা (Michelle Obama) না কি মহিলা নন। তিনি পুরুষ (Male)। মহিলাদের পোশাক পরে থাকেন। এমনই চাঞ্চল্যকর মন্তব্য ইলন মাস্কের বাবা এরল মাস্কের (Eroll Mask)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। এমনকী বারাক ওবামাকে একজন সমকামী বলেও মন্তব্য করেছেন তিনি। ওয়াইড অ্যাওয়েক পডকাস্টে জসুয়া রুবিনকে একটি সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সঞ্চালক পাল্টা জিজ্ঞেস করেন মিশেল ওবামা পুরুষ! তাতে এরল জোর দিয়ে বলেন, অবশ্যই। এরপরই তিনি ২০১৪ সালে ষড়যন্ত্রের তত্ত্বে চলে যান। সেখানে কমেডিয়ান জন রিভার প্রাক্তন ফার্স্ট লেডির জেন্ডার নিয়ে ব্যঙ্গ করেন। জন রিভার এই ঘোষণা করার দুসপ্তাহ পরে তাঁর মৃতদেহ পাওয়া যায়। উল্লেখ্য, এরল এই ধরনের ব্যঙ্গ করার জন্য পরিচিত।
বারাক ওবামা ও মিশেল ওবামা ১৯৮৯ সালে প্রথম একটি ল ফার্মে দেখা করেন। ১৯৯২ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই মেয়ে মালিয়া (২৬) ও শাশা (২৩)। মিশেল ওবামা দারিদ্র দূরীকরণে কাজ করেন। তিনি একাধিক বেস্ট সেলার বইয়ের লেখক।
আরও পড়ুন: ছাড় নয়, বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রিতে শর্ত বেঁধে দিল আদানি পাওয়ার
দেখুন অন্য খবর: