Placeholder canvas

Placeholder canvas
HomeScrollতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানর শাবকের মৃত্যু

তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানর শাবকের মৃত্যু

স্থানীয়রাও অনেক চেষ্টা করেও বানরটিকে বাঁচাতে পারেননি

Follow Us :

জলপাইগুড়ি: পশু মাতৃ স্নেহের উদাহরণ দেখা গেল চালসায় (Chalsa)। বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত বানর সন্তানকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা-মা বানরের (Monkey)। সন্তানকে বাঁচাতে না পারলেও শেষে মৃতদেহ নিয়েই চলে গেল মা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি দেখা যায় চালসার ব্লক কৃষি দফতরের অফিসের সামনে।

স্থানীয়রাও অনেক চেষ্টা করেও বানরটিকে বাঁচাতে পারেননি। এদিন কৃষি দফতরের সামনে দিয়ে যাওয়া বিদ্যুতের তারে একটি বানর শাবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের মধ্যে ঝুলে ছিল। বানর শাবকটি গাছে খেলতে খেলতে সেই বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তাঁরা খবর দেন বিদ্যুৎ দফতরে। সেই বানরটির মা পাশের ডাল থেকে তার শাবককে বাঁচানোর অনেক চেষ্টা করছিল। সেও পৌঁছতে পারেনি তার কাছে। শেষমেষ বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে সেই তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। পরে মা মৃত বানর শাবককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন: ভিসা ছাড়াই যাওয়া যাবে মালয়েশিয়া

যদিও ততক্ষণে তার মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার গাছের ডালের সঙ্গে বিপজ্জনক ভাবে রয়েছে বিদ্যুতের তার। যখন তখন ঘটতে পারে বড়সড়ো দুর্ঘটনা। বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মীদের উচিত খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার। এদিন একটি অসহায় বানর শাবকের মৃত্যু হয়েছে। আগামী দিনে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এদিন খবর পেয়ে এলাকায় পৌঁছন চালসার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকারও। বিদ্যুৎ বন্টন কোম্পানির তরফে অবশ্য এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular