কুয়ালালামপুর: পর্যটনপ্রেমীদের জন্য সুখবর। ভিসা (Visa) ছাড়াই যাওয়া যাবে মালয়েশিয়া (Malaysia)। প্রধানমন্ত্রী (Prime Minister) আনোয়ার ইব্রাহিমের (Anwar Ibrahim) মতে, মালয়েশিয়া ১ ডিসেম্বর থেকে শুরু করে ৩০ দিন পর্যন্ত চীন ও ভারতের নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দেবে। আনোয়ার রবিবার গভীর রাতে তার পিপলস জাস্টিস পার্টি কংগ্রেসে বক্তৃতার সময় এই ঘোষণা করেন। তবে কতদিনের জন্য ভিসা অব্যাহতি প্রযোজ্য হবে তা বলেননি। চীন এবং ভারত যথাক্রমে মালয়েশিয়ার চতুর্থ এবং পঞ্চম বৃহত্তম উৎস বাজার।
সরকারি তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় এই বছরের জানুয়ারি থেকে জুনের চীন থেকে ৪ লাখ ৯৮ হাজার ৫৪০ এবং ভারত থেকে ২ লাখ ৮৩ হাজার ৮৮৫ জন পর্যটক এসেছে। বর্তমানে, চীনা এবং ভারতীয় নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশের জন্য ভিসার জন্য আবেদন করতে হয়। পর্যটন ক্ষেত্রকে উৎসাহিত করতে ও অর্থনীতির গতি বৃদ্ধি করতে ভিসা ছাড়াই প্রবেশের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কলকাতায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার
আরও খবর দেখুন