কলকাতা: কেলসি থানা (KLC) এলাকার তারদাহ হাইস্কুলের কাছে এক ব্যক্তির রক্তাক্ত দেহ (Dead Body) উদ্বার। সোমবার সকালে এই ঘটনা ঘটে। মৃতের নাম ভোলা শেখ (৬৬)। কেএলসি থানা এলাকার তারদহে বাড়ি। রাস্তায় পড়েছিলেন। তদন্ত (Investigation) চলছে। পেটে ধারালো অস্ত্রের আঘাত।। দেহ উদ্বার করে সিএনএমসিতে পাঠানো হয়েছে।।
পারিবারিক বচসার জেরে খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশ। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তারদহ এলাকায় মামা শ্বশুরের বাড়িতে ঘরজামাই থাকত জাকির শেখ নামের এক ব্যক্তি। স্ত্রী সন্তান নিয়ে সে এখানে থাকত। স্ত্রীর সঙ্গে প্রায়ই বচসা, ঝামেলা এমনকী মারধরের ঘটনা ঘটত। মামা শ্বশুর ভোলা শেখ কোনও ঝামেলা হলেই মীমাংসা করে দিতেন। সে কারণে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে কী শুধু এই কারণ না কী এর পিছনে আছে অন্য কারণ তদন্তে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
আরও খবর পড়ুন পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে আসায় বিক্ষোভ চোপড়ায়
আরও খবর দেখুন