কলকাতা: বাতাসে বসন্তের ছোঁয়া। বসন্ত নিজের সঙ্গে প্রেমের গন্ধ ছড়িয়ে দিয়েছে বাতাসে। মৃদুমন্দ মিঠে বাতাস জানান দিচ্ছে এসে গিয়েছে প্রেমের মরসুম। চারিদিকে এখন ভালোবাসার মরশুম। প্রেমিক প্রেমিকারা নিজেদের মতো করে নিজেদের সময়কে কাটাতে উপভোগ করতে ব্যস্ত। আর এমন সময় একদিকে যখন যিশু সেনগুপ্তর (Jisshu Sengupta) সঙ্গে ডিভোর্সের চর্চা তুঙ্গে তখন এই প্রেমের সপ্তাহ শুরু হতে না হতেই কী উপহার পেয়েছেন সেটাই দেখালেন নীলাঞ্জনা (Nilanjana Sharma)।
আরও পড়ুন: শুটিংয়ের অবসরে সেটে আমায় দাবা খেলতে হতো ঋত্বিক-হৃষিকেশের সঙ্গে
ভ্যালেন্টাইন উইকে লাল গোলাপ, এক বাক্স চকোলেট উপহার পেলেন নীলাঞ্জনা শর্মা (Nilanjana Sharma)। ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day) কড়া নাড়তেই বিশেষ উপহার পেলেন নীলাঞ্জনা। সেই ছবির ক্যাপশনে, ‘আদতেই ভালোবাসি’ লিখে নতুন জল্পনা উসকে দিলেন প্রযোজক। তাহলে কি যীশু- নীলাঞ্জনার মনেও গুটি গুটি পায়ে ধরা ফের দিয়েছে? তার মধ্যে দূরত্ব কী মিটতে চলেছে? না নীলাঞ্জনার জীবনেও নতুন কেউ এসেছে? স্বাভাবিকভাবেই তাঁর শেয়ার করা ছবি দেখে নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকে তো নীলাঞ্জনাকে সরাসরি জিজ্ঞেসই করে ফেললেন যে, তিনি প্রেম করছেন কিনা!
অন্য খবর দেখুন