কোচবিহার: নিশীথ গড় ভেটাগুড়ি হাতছাড়া বিজেপির। ভেটাগুড়ি এক ও দুই নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ও প্রধানদের তৃণমূলে যোগদানের পরই উভয় গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। তারই নিরিখে শুক্রবার দিনহাটা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহের (Udayan Guha) হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি মহন্ত। এদিন যোগদান প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ জানান গত ৪ জুলাই নির্বাচনের ফলাফলের দিন ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের যে কফিন পোতা হয়েছিল। ভেটাগুরি এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের যোগদানের সঙ্গে সঙ্গে সেই কফিনে শেষ পেরেকটি মারা হল।
আরও পড়ুন: বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বাড়াল হাইকোর্ট
ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি মহন্তের তৃণমূল কংগ্রেসের যোগদানের সঙ্গে সঙ্গে কার্যত ভেটাগুড়ি এক ও দুই নং গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। উল্লেখ্য এর আগে ভেটাগুড়ির ৩টি পঞ্চায়েত দখল করে তৃণমূল(TMC)। ভেটাগুড়ি ২ ও মাতালহাটের পর ভেটাগুড়ি ১ পঞ্চায়েতও হাতছাড়া বিজেপির(BJP)। হারার পরেই গড় হাতছাড়া নিশীথ প্রামাণিকের(Nishit Pramanik)।
অন্য খবর দেখুন