নয়াদিল্লি: কোনও অফ ডে (Off Day) ছাড়া টানা কাজ করে অসুস্থ হয়ে মৃত্যু হল এক যুবকের। চীনে (China) এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টানা ১০৪ দিন কাজ করে অর্গ্যান ফেলিওর (Organ Failure) হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। চাকরিতে যোগ দেওয়া নিয়োগকারীকে ওই যুবকের মৃত্যুর জন্য ২০ শতাংশ দায়ী করেছে আদালত।
গত বছর ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত টানা কাজ করেছিলেন ওই যুবক। এর মধ্যে শুধু ৬ এপ্রিল একদিনের জন্য ছুটি নিয়েছিলেন তিনি। ২৫ মে তিনি অসুস্থ হয়ে পড়েন। ২৮ মে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আবাওয়ের মৃত্যু হয়েছে ১ জুন। মৃতের পরিবার চাকরিতে নিয়োগকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি করেছেন। ঝাউসান ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট জানিয়েছে, চীনের শ্রম আইনকে লঙ্ঘন করা হয়েছে। আদালত জানিয়েছে, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন সৌরভ
আরও খবর দেখুন