skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollরোগী ফেলে টিভিতে ক্রিকেট, প্রতিবাদীদের মারধর চিকিৎসকদের
Raiganj Medical College

রোগী ফেলে টিভিতে ক্রিকেট, প্রতিবাদীদের মারধর চিকিৎসকদের

রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসায় গাফিলতির অভিযোগ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে

Follow Us :

উত্তর দিনাজপুর: রায়গঞ্জ মেডিক্যাল কলেজে (Raiganj Medical College) চিকিৎসায় গাফিলতির অভিযোগ (Medical Negligence Allegation)। ঘটনার প্রতিবাদ করায় রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় উত্তেজনা ছড়ায় মেডিকেল কলেজ চত্বরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার রাতে দেড় বছর বয়সের একটি অসুস্থ শিশুকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে তার পরিবার। পরিবারের অভিযোগ, অসুস্থ শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেখে মহিলা শল্য বিভাগে ভর্তি করতে বলে। সেই অনুযায়ী মহিলা শল্যবিভাগে অসুস্থ শিশুটিকে নিয়ে যাওয়া হয। শিশুর চিকিৎসার বদলে ক্রিকেট দেখতে ব্যস্ত ছিলেন কর্তব্যরত জুনিয়ার ডাক্তাররা। বেশ কিছু সময় পার হওয়ার পরও শিশুটির কোন চিকিৎসা না হলে রোগীর আত্মীয়রা জুনিয়র ডাক্তারদের চিকিৎসায় গাফিলতির কথা বলায় তাদের ওপর চড়াও হয় জুনিয়র ডাক্তাররা বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। জুনিয়র ডাক্তাররা রোগীর আত্মীয়দের পাশাপাশি জেলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহাকেও মারধর ও হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনায় কার্যত ধুন্ধুমার লেগে যায় মেডিকেল কলেজ চত্বরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার বিপ্লব হালদারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। বিপ্লব বাবু বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না যা বলার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাই বলবে।

আরও পড়ুন: রাজপুর সোনারপুর পুর এলাকায় বেআইনিভাবে বিক্রি হচ্ছে জমি

অসুস্থ শিশুটির বাবা রাজা মন্ডল বলেন, তার দেড় বছরের ছেলে হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসেন তারা। প্রথমে জরুরী বিভাগের চিকিৎসককে দেখালে চিকিৎসক তাকে মহিলা শল্য বিভাগে ভর্তি হওয়ার কথা জানায়। এই অনুযায়ী ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে অসুস্থ শিশুটিকে ভর্তি করার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত জুনিয়র ডাক্তাররা দ্রুত চিকিৎসা না করে ক্রিকেট খেলা দেখায় ব্যস্ত থাকে। বেশ কিছু সময় পার হয়ে গেলেও জুনিয়র ডাক্তাররা অসুস্থ শিশুটির চিকিৎসা শুরু করতে গড়িমসি করায় তারা জুনিয়র ডাক্তারদের এই বিষয়ে প্রশ্ন করেন। তারপরই হঠাৎ করে জুনিয়র ডাক্তাররা এসে তাদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। এমন কি মহিলাদের এবং স্থানীয় মহিলা কো-অর্ডিনেটরকেও মারধর করা হয় বলে অভিযোগ তার।

এই ঘটনায় স্থানীয় কো-অর্ডিনেটর তথা জেলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, একটি অসুস্থ শিশুকে ভর্তি করতে নিয়ে গেলে জুনিয়ার ডাক্তার চিকিৎসা না করে মোবাইলে খেলা দেখছে। তাকে চিকিৎসার কথা বলা হলে ইউনিয়ন ডেকে রোগীর আত্মীয়দের ওপর চড়াও হয় মারধর করে। মহিলাদেরও রেয়াত করেনি। এমনকি তাকেও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। পরিষেবা না দিয়ে জুনিয়র ডাক্তারদের এহেন আচরণের তীব্র নিন্দা করেন তিনি।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | ভোটের পর প্রথম ‘মন কি বাত’ নরেন্দ্র মোদি কী বললেন ?
00:00
Video thumbnail
Chopra | একুশ শতাব্দীতে নক্কারজনক ঘটনা! সালিশি সভায় কী হল? জানলে শিউরে উঠবেন
04:47:30
Video thumbnail
Indian Railway | ফের বাতিল একাধিক ট্রেন, কোন শাখায়? জানুন বিস্তারিত
05:08:41
Video thumbnail
Bowbazar | বউবাজার হস্টেলের ঘটনায় বাধাপ্রাপ্ত খোদ পুলিশই? জানুন আসল ঘটনা
05:13:36
Video thumbnail
Narendra Modi | ভোটের পর প্রথম ‘মন কি বাত’, নরেন্দ্র মোদি কী বললেন ?
00:20
Video thumbnail
Colour Bar | ইন্ডাস্ট্রির মারপ্যাঁচকে ডোন্ট কেয়ার, তিন খুদের স্বপ্নপূরণের লড়াইয়ে সামিল সৌরভ
20:42
Video thumbnail
৪টেয় চারদিক । রাজ্যে ভোটে ভরাডুবির পর রাজ্যপালের সুরে সুর মেলাচ্ছেন শুভেন্দু!
45:14
Video thumbnail
Maharashtra | বিগ ব্রেকিং‘বিজেপি মুক্ত মহারাষ্ট্র’ গড়তে জোট ঘোষণা শরদের
01:16
Video thumbnail
Sharad Pawar | বিগ ব্রেকিং ‘বিজেপিমুক্ত মহারাষ্ট্র’ গড়তে জোট ঘোষণা শরদের
00:00
Video thumbnail
Weather Update | বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ আর ক'দিন দুর্ভোগ? বড় আপডেট দিল হওয়া অফিস
07:08