কলকাতা: বৃষ্টিতে (Rain) ভিজল কলকাতা (Kolkata)। শুক্রবার দুপুর হতেই ঝেঁপে বৃষ্টি নামে। এক পশলা বৃষ্টি ভিজিয়ে দিল। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের ১০টি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
এদিন বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। শনিবার বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। সোমবার ও মঙ্গলবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তা উত্তর পশ্চিম দিকে ওড়িশা উপকূলের অভিমুখে এগোচ্ছে।
আরও পড়ুন: কাঁকসার গোপালপুরে গুলি চালানোকে কেন্দ্র করে উত্তেজনা, আটক দুই
আরও খবর দেখুন