কলকাতা: ৪৬ পা দিলেন রানি মুখ্যার্জি (Rani Mukherjee)। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই। তাঁর গ্ল্যামারের কাছে হার মেনেছে বয়স। তিনি আক্ষরিক অর্থেই বলিউডের রাজ-রানি। গতকাল থেকে তাঁর জন্মদিন উৎযাপন শুরু হয়েছে। মুম্বইয়ের মায়ানগরীতে পাপারাৎসিজদের সঙ্গে কেট কেটে জন্মদিন উৎযাপন করলেন তিনি। রাজকীয় বেশে নিজের জন্মদিন পালন করছেন যশরাজ ফিল্মের কর্তি। তবে অন্যবারের মতো এবার জাঁকজমক ভাবে জন্মদিন পালন করছেন না। অয়ন মুখ্যোপাধ্যায়ের বাবা দেব মুখ্যোপাধ্যায় মারা যাওয়া গিয়েছেন। রানি সম্পর্কে দেব মুখ্যোপাধ্যায় ভাইঝি হন। পরিবারে শোকের ছায়া তাই এবার জাঁকজমক নয় সাদামাটা ভাবে জন্মদিন পালন করছেন রানি (Rani Mukherjee’s Birthday)।
আরও পড়ুন: ‘তোমাকে চাই…’ সুমনের বায়োপিক আনছেন সৃজিত
রানী মুখার্জি বাংলার সঙ্গে তার যোগ আজও রয়েছে। ছোটবেলা কলকাতাতেই কেটেছে। মুম্বইতে থাকলেও এখনো মধ্যাহ্ন ভোজে মাছ-ভাত রানীর প্রিয় খাবার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম ছবি ‘বিয়ের ফুল’ দিয়ে শুরু হয়েছিল তার ফিল্মি কেরিয়ার। শহর কলকাতার সঙ্গে তাঁর যে আত্মিক টান রয়েছে, এর আগেও বহুবার বলেছেন রানি। এ শহরে কাটানো প্রতিটা মুহূর্তই তাই তাঁর কাছে একেবারে অন্যরকম। শুধু কি তাই! মুম্বইয়ে প্রতি বছর মুখোপাধ্যায় পরিবার জমজমাট দুর্গাপুজোর আয়োজন করে থাকেন। সত্যি বলতে বাংলায় না থেকেও আজও বাঙালির শ্রেষ্ঠ উৎসবের যে আয়োজন তাঁরা করেন তা দেখে বলতেই হয়, রানি আজও আপামর বাঙালি। ২১ মার্চ ৪৬ পা দিলেন রানি মুখ্যার্জি। পাপারাৎসিজদের সঙ্গে কেট কেটে জন্মদিন পালন করেন। খোলা চুল সঙ্গে সানগ্লাস পরে কেক কাটতে দেখা গেল তাঁকে। দুধ সাদা পোশাক, গলা জোড়া মুক্তর হাত, রাজকীয় বেশে হাজির হল রানি। অভিনেত্রী ক্লাসিক লুক ও গ্ল্যামারে মুগ্ধ অনুরাগীরা।
অন্য খবর দেখুন