Sunday, June 29, 2025
HomeScrollআরজি কর মামলা থেকে সরলেন বিকাশ, লড়বেন এই আইনজীবী
Lawyer Brinda Grover

আরজি কর মামলা থেকে সরলেন বিকাশ, লড়বেন এই আইনজীবী

মামলা লড়তে নির্যাতিতার মা-বাবার কাছ থেকে পারিশ্রমিক নেবেন না

Follow Us :

কলকাতা: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বদলে আরজি কর কাণ্ডে (RG Kar Case) নির্যাতিতার পরিবারের হয়ে লড়বেন বৃন্দা গ্রোভার (Lawyer Brinda Grover)। আরজি কর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। নির্যাতিতার পরিবারের হয়ে শীর্ষ আদালতে এই মামলা এতদিন লড়ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Lawyer Bikash Ranjan Bhattacharya)। এবার এই মামলায় আইনজীবীতে পরিবর্তন আনা হল। আগামী সোমবারই আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। ওইদিন নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে সওয়াল করবেন আইনদীবী বৃন্দা গ্রোভার। এই মামলা লড়ার জন্য নির্যাতিতার মা-বাবার থেকে এক টাকাও পারিশ্রমিক নেবেন না।

আরও পড়ুন: প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম

বৃন্দা গ্রোভার রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্যও ছিলেন। নিজের দীর্ঘ কর্মজীবনে একাধিক মানবাধিকার এবং মহিলা-শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলায় লড়েছেন তিনি। বৃন্দা গ্রোভারের কেরিয়ারে সবচেয়ে আলোচিত মামলার মধ্যে একটি হল বিলকিস বানো ধর্ষণ মামলা। তিনি গুজরাট সরকারের ১১ জন অপরাধীর মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন। এই বৃন্দা গ্রোভার ২০২০ সালে দিল্লির নির্ভয়া মামলার আসামীর ফাঁসি পিছিয়ে দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। এছাড়াও তিনি ১৯৮৭ সালের হাসিমপুরা হত্যা মামলা, ২০০৪ সালের ইসরাত জাহান হত্যাকাণ্ড, ২০০৮ সালের কান্দামাল খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলা সহ বহু মামলা দৃঢ়তার সঙ্গে লড়েছেন।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39