কলকাতা: আরজি কর হাসপাতালের (RG Kar Hospital Incident) নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ (RG Kar Hospital Security CISF)। মঙ্গলবার সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশে দিয়েছিল আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে সিআইএসএফ। নির্দেশের পরই বুধবার সকালেই টিম নিয়ে আরজি কর হাসপাতালে হাজির হয় কেন্দ্রীয় বাহিনী। হাসপাতালে যান CISF-এর DIG কুমারপ্রতাপ সিং। ইতিমধ্য়ে হাসপাতালের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। এদিন কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি।
কলকাতা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক বসেন ডিআইজি। হাসপাতালের নিরাপত্তা নিয়ে একাধিক বিষয় জানতে চান তিনি। সূত্রের খবর, হাসপাতালে কতগুলো বিল্ডিং রয়েছে, কোন কোন বিল্ডিংয়ে কতগুলি বিভাগ রয়েছে, হাসপাতালে কতগুলি গেট রয়েছে, পুলিশের সংখ্যা কত, কোন জায়গায় কত আধাসেনা মোতায়েন কার হবে। এবং কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তার রূপরেখা ঠিক করতে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং হাসপাতালের প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন: আরজি করের নিরাপত্তার দায়িত্বে CISF, নির্দেশ সুপ্রিম কোর্টের
আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৪ অগাস্ট মেয়েদের রাত দখল কর্মসূচীতে পথে নেমেছিল মহিলারা। মধ্যরাতে হাসপাতালের যে গেট দিয়ে দুষ্কৃতীরা ঢুকে এর্মাজেন্সিতে ভাঙচুর চালায়। হাসপাতালের আন্দোলনকারী চিকিৎসক ও পড়ুয়াদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। এরপর থেকেই নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন চিকিৎসক ও পড়ুয়ারা। মঙ্গলবার এই মামলার শুনানিতে এই ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করে শীর্ষ আদালত। হাসপাতাল ও হস্টেলের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফের হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট।
অন্য খবর দেখুন