Friday, July 4, 2025
HomeScrollনির্যাতিতাকে নিয়ে রাজন্যার ছবিতে আপত্তি সুপ্রিম কোর্টের
RG Kar Case In Supreme Court

নির্যাতিতাকে নিয়ে রাজন্যার ছবিতে আপত্তি সুপ্রিম কোর্টের

ছবি মুক্তি আটকাতে চান তাহলে আইনি পথে পদক্ষেপ করুন: প্রধান বিচারপতি

Follow Us :

নয়াদিল্লি: সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার (RG Kar Case In Supreme Court) শুনানির শুরুতই সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি করেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয়। এই মামলার শুরুতেই নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা জানান, এখনও স্যোশাল মিডিয়াতে নির্যাতিতার ছবি ঘুরে বেরাচ্ছে। পাশাপাশি এদিন রাজন্যা-প্রান্তিকের শর্ট ফিল্ম নিয়ে প্রশ্ন তুললেন ইন্দিরা জয়সিং। স্বল্পদৈর্ঘ্যের সিনেমা আপাতত বন্ধের আর্জি জানান আদালতে। এই প্রসঙ্গে বিচারপতি জানান, যদি ছবি মুক্তি আটকাতে চান তাহলে আইনি পথে পদক্ষেপ করুন।

মামলার শুরুতেই নির্যাতিতার পরিবারের দোওয়া চিঠি আদালতে জমা দিলেন আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি জানালেন, অনেক মাধ্যমে এখনও নির্যাতিতার ছবি ও নাম ব্যবহার করা হচ্ছে। এমনকী হিন্দি গানের সঙ্গে নির্যাতিতার ছবি দিয়ে রিলস সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। বিষয়টি বন্ধ করার জন্য নোডাল অফিসার নিয়োগ করা ও ই-মেইল আইডি চালু করা আর্জি জানালেন ইন্দিরা। প্রধান বিচারপতি জানান, আমরা এই নিয়ে আগেই নির্দেশ দিয়েছি। এ প্রসঙ্গে সলিসিটর জেনারেল জানান, এই বিষয়টি রাজ্যের দেখা উচিত। কোথা থেকে ছবি পোস্ট হচ্ছে সেই বিষয়ে পরিবারের তরফে জানানো হলে বিষয়টি দেখা হবে। প্রধান বিচারপতি বলেন, রাজ্য সরকারের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপের সঙ্গে যোগাযোগ করা উচিত। সব জায়গা থেকে নাম-ছবি সরানো হয়। আরজি করের নির্যাতিতার নাম, ছবি, কোনও ভিডিও কোনও মাধ্যমে ব্যবহার করা যাবে না। নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

আরও পড়ুন: এমার্জেন্সিতে দৃশ্য বাদের সিদ্ধান্ত মেনে নিলেন কঙ্গনা

নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান, আরজি কর নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি বানানো হয়েছে। ওই সিনেমা ইউটিউবে বের হওয়ার কথা, যেটা আরজি করের ঘটনার উপর নির্ভর করেই নির্মিত। এটার ফলে কি তদন্তে প্রভাব পড়তে পারে? আইনজীবীর আর্জি, ওই ছবিটি বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। যদিও প্রধান বিচারপতি জানান, ওই ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন রয়েছে। তখন বৃন্দা আবেদন জানান, সমাজমাধ্যমে নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগ করা হোক।

 দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39