কলকাতা: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) রক্তমাখা গ্লাভস উদ্ধারে ঘটনায় নয়া মোড়। কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা আন্দোলন ও প্রতিবাদের আবহে রক্তমাখা গ্লাভস উদ্ধার করা হয়েছিল বলে দাবি করা হয়। যে দাবি ঘিরে চঞ্চল্য ছড়িয়েছিল নেটদুনিয়ায়। তন্দন্তও শুরু হয়। এবার সেই গ্লাভসের নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ্যে।
আরও পড়ুন: কালীপুজোয় ভাসতে চলেছে কলকাতা-সহ দক্ষিণের জেলা
রিপোর্ট প্রকাশ্যে আসার পর নয়া মাত্ৰা যোগ করল ধর্ষণ ও খুনের ঘটনায়। আরজি করের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্য়ায় ল্যাবে পরীক্ষার রিপোর্ট নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, যে গ্লাভস পরীক্ষা করতে পাঠানো হয়, তা আদৌ রক্ত নয়।
গ্লাভস রিপোর্ট প্রকাশ্যে আসতেই সরব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ লিখেছেন, ‘আরজিকরে ডাক্তারদের ব্যবহারের গ্লাভসে রক্ত লেগে ছিল না। ওটা অন্য ফ্লুইডের দাগ। প্রকাশ্যে এল পরীক্ষার রিপোর্ট।এ নিয়ে বাজার গরম করা একাংশের ডাক্তার, মিডিয়া, ব্রেকিং নিউজ, ফেস বুক বিপ্লবীরা কী বলছেন?’
দেখুন আরও খবর: