কলকাতা: অবশেষে বিয়ের পিঁড়িতে টলি সেলেব জুটি রুবেল – শ্বেতা।জীবনের নতুন ইনিংস আজ থেকে শুরু করলেন তাঁরা। দীর্ঘদিন প্রেমিক – প্রেমিকা থাকার পর অবশেষে দম্পতির আওতায় এলেন তাঁরা।
লাইটস, ক্যামেরা, অ্যাকশনে ভরা জীবন দুজনেরই। তাই ফিল্মি কায়দায় বিয়ের মণ্ডপে এলেন বর রুবেল। ‘চোখ তুলে দেখো না কে এসেছে’ গানের তালে পা মিলিয়ে বিয়ের মণ্ডপে হাজির হলেন অভিনেতা। অন্যদিকে শ্বেতা, রুবেলের এই কাণ্ড দূর থেকে হেসে হেসে দেখে উপভোগ করলেন।
আরও পড়ুন: কার সঙ্গে বিয়ে হল নীরজের? চিনে নিন পাত্রীকে
বাঙালিয়ানা সাজে ধরা দিলেন দুজনেই। শ্বেতার পরনে ছিল লাল রঙের বেনারসী, সাথে কপালে কল্কা। অন্যদিকে , রুবেলের পরনে ছিল ঘিয়ে রঙের ধুতি পাঞ্জাবি। দুজনেই লাল গোলাপের মালা পড়েছিলেন।
বৈদিক মতে বিয়ের সারলেন সেলেব দম্পতি। নিজের সিঁথির সিদুর রুবেলের কপালে ছুঁইয়ে দিলেন অভিনেত্রী। নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে চার হাত এক হল তাঁদের।
বেশ কদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে তাঁদের আইবুড়ো ভাত খাওয়ার একাধিক ছবি ভিডিও ভাইরাল হয়। কখনও একসাথে যুগল আইবুড়ো ভাত খাচ্ছেন, তো কখনও নিজের প্রিয়জনেরা তাদের আইবুড়ো ভাত খাইয়েছেন। বিয়ের সকাল থেকেই শ্বেতা নিজের সোশ্যাল মিডিয়াতে গায়ে হলুদের একগুচ্ছ ছবি পোস্ট করেন, সাথে মেহেন্দিরও।
View this post on Instagram
দেখুন অন্য খবর