সন্দেশখালি: নির্বাচনের মাঝেই জোর চর্চায় সন্দেশখালি (Sandeshkhali)। গত শনিবার থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার তিন দফায় তিনটি ভিডিও প্রকাশ্যে আসে। এদিন ভাইরাল হওয়া ভিডিওতে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) বলতে শোনা গিয়েছে, রাষ্ট্রপতির কাছে সাজানো মহিলাদের নিয়ে যাওয়া হয়েছে। যাঁদের দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল, তাঁরা নির্যাতিত নন। বুধবারের ভিডিওতে নাম এসেছিল স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি (মাম্পি) দাসের। সেখানে এলাকার মহিলাদের বলতে শোনা গিয়েছে, পিয়ালিই লোকজনকে জড়ো করেছিলেন।
প্রকাশ্যে আসে সন্দেশখালির দ্বিতীয় একটি ভিডিও (Sandeshkhali’s second viral video)। তাতে রাষ্ট্রপতির কাছে সাজানো মহিলাদের নিয়ে যাওয়া হয়েছে? বসিরহাট লোকসভায় বিজেপি প্রার্থী ভিডিওতে দাবি করছেন, রাষ্ট্রপতির কাছে কিছু মহিলাকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ওই ভিডিও প্রকাশ্যের পরই বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালির বাড়িতে নোটিস দিল সন্দেশখালি থানার পুলিশ। সন্দেশখালীর প্রতিবাদী মহিলা নিয়তি মাইতি বুধবার রাতে পিয়ালির বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: শ্লীলতাহানি-কাণ্ডে সিসিটিভির ফুটেজ সাধারণ মানুষকে দে্খাল রাজভবন
নিয়তির দাবি, তাঁকে না জানিয়ে সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করানো হয়েছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। এই অভিযোগ ওঠার পর পিয়ালি তাঁকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। মানহানির মামলাও রুজু করার হুমকি দিয়েছেন তিনি। এসব জানিয়ে নিয়তি পিয়ালির বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরই সন্দেশখালি থানার পুলিশ তাঁর বাড়িতে নোটিস দেয়। পুলিশ পরিবারের কাউকে না পেয়ে বাড়ির সামনে নোটিস মেরে দেয়।পিয়ালী বলেন, নোটিস যখন দিয়েছে, তখন অবশ্যই যাব।
দেখুন ভিডিও