কলকাতা: আরজি করের (RG Kar Incident) আর্থিক দুর্নীতি ও প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে। এই মামলায় জামিন চেয়ে বিচারকের কাছে আর্জি জানান সন্দীপ ঘোষ। প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছে তার কোনও প্রমাণ নেই বলে দাবি আদালতে করেছেন তিনি। সোমবার আরজি কর মামলার চার্জশিট গঠন হল। এদিন আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যান ওঠার সময় মূল অভিযুক্ত সঞ্জয় রায় বলেন, আমাকে ফাঁসানো হয়েছে।
আরও পড়ুন: ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ, বিস্ফোরক সঞ্জয়
আরজি করে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষ আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। দাবি করেছেন প্রমাণ লোপাটের যে অভিযোগ করা হয়েছে তার কোনও প্রমাণ নেই। তাঁর আইনজীবী এদিন বিচারপতিদের কাছে বলেন, জামিনের আবেদন করছি। প্রথম চার্জশিটে খুন ও ধর্ষণের কথা বলা হয়েছে। এখন বলা হচ্ছে প্রমাণ লোপাট করেছেন। একটা প্রমাণ দেখাক। সন্দীপের আইনজীবী জানিয়েছেন, আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। সংবাদমাধ্যমে যে ভাবে বলা হচ্ছে তাতে’ যদি বলা হয় যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ঘটনায় ওসামা বিন লাদেনকে প্রশিক্ষণ দিয়েছিলেন সন্দীপ ঘোষ। বাংলার মানুষ সেটাই বিশ্বাস করবে।
দেখুন ভিডিও