কলকাতা: আজ আরজি কর (RG Kar) কাণ্ডের হাইপ্রোফাইল মামলার (High Profile Cases) সাজা ঘোষণা হল। সঞ্জয় রায়কে (Sanjay Roy) যাবজ্জীবন কারাদণ্ডের সাজা (Life imprisonment) দিল আদালত (Sealdah Court)। অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শিয়ালদহ আদালতের।
বিচারক অনির্বাণ দাস (Justice Anirban Das) জানিয়ে দিলেন, বিরলের থেকে বিরলতম ঘটনা (Rarest of Rare Occurrences) নয়, বলে মনে করছে না আদালত। সেই সঙ্গে বিচারক রাজ্যেকে (State) নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকার ক্ষতিপূরণের (17 lakhs in compensation) নির্দেশ দিলনে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা সঞ্জয় রায়ের
শিয়ালদহ আদালত রায় ঘোষণার পর ভবানীপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সঞ্জয় রায়ের বোন ৷ তিনি জানিয়ে দেন,এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার কোনও পরিকল্পনা তাঁদের নেই ৷
২০০৭ সালে বিয়ের পর থেকে বাপেরবাড়ির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই ৷ আর তাই সঞ্জয় রায় এমন কাণ্ড ঘটিয়েছে কি না সে ব্যাপারে তাঁর কোনও ধারনা নেই ৷ আগেও তিনি জানিয়েছিলেন,খুব কম বয়স থেকেই সঞ্জয় মদের নেশায় আসক্ত হয়ে পড়ে ৷ কিন্তু কোনও মহিলার সঙ্গে কখনও অশোভন আচরণ করেছে, এমন অভিযোগ তার জানা নেই। সেই সময় তিনি বলেন, দোষ করলে সাজা পাবে। আর যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে দেহ তারা চান না।
আজ, ২০ জানুয়ারি যত সময় এগিয়েছে ততই দেশবাসীর মধ্যে এক উত্তেজনা কাজ করেছে। অবশেষে সেই রায় ঘোষণা হল আজ।
উল্লেখ্য, কলকাতার গত ৯ আগস্ট আরজিকর হাসপাতালে সাক্ষী থাকে নারকীয় এক ঘটনার। এক তরুণী চিকিৎসকের দেহ মিলল। পুলিশি তথ্যে জানা যায়, ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রশ্ন ওঠে ঘটনার সময় কোথায় ছিল হাসপাতালের নিরাপত্তা? যে মুহূর্তে এই ঘটনা ঘটনা ঘটল হাসপাতালের কোনও নার্স, চিকিৎসক হাসপাতালের কর্মীরা কেন কোনও খবরের আঁচ পাওয়া পেলেন না।
ঘটনায় নেমে প্রথমে পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গত ১০ আগস্টকে গ্রেফতার করে। এর পর কলকাতা পুলিশের হাত থেকে সেই মামলা নেয় সিবিআই। সিবিআইয়ের তথ্যেও সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে জানানো হয়। সিবিআই চার্জশিট পেশ করে। ১৮ জানুয়ারি শনিবার এই মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে হয় আদালত। আর আজ রায় ঘোষণা করা হল।
মামলায় এজলাসে নিজেকে নির্দোষ বলে জানায় ঘটনায় মূল দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সে জানায়, ধর্ষণ, খুন কোনওটাই সে করেনি।
কিন্তু বিচারক অনিবার্ণ দাস জানিয়ে দেন, সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই সাজা ঘোষণা করা হবে।
দেখুন অন্য খবর-