ওয়েব ডেস্ক: শ্রেয়া ঘোষাল। গানের জগতের সম্রাজ্ঞী তিনি। তাঁর সুরের মূর্ছনার ভক্ত প্রায় সকলেই। তবে তিনি শুধু ভালো গায়িকাই নয়, ভালো মেয়ে, ভালো স্ত্রী সঙ্গে ভালো মা। মানুষ হিসেবেও তিনি অতুলনীয়। ৫ ফেব্রুয়ারি ২০১৫ সালে ব্যবসায়ী শিলাদিত্যা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবধ্য হন তিনি। আর এবার নিজের বিবাহবার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে একগুচ্ছ ছবি পোস্ট করলেন শ্রেয়া…. দেখে নেব সেই ছবি
View this post on Instagram
আরও পড়ুন: ৫১ কোটা পার করেও স্মোকিং হট ছাইয়া ছাইয়া গার্ল
শ্রেয়া ঘোষাল বলিউড এবং টলিউড দুই ক্ষেত্রেই প্রথম সারির গায়িকাদের মধ্যে অন্যতম। পেশাগত জীবনে যেমন তিনি সাফল্যের চূড়ায় ঠিক তেমনভাবেই ব্যক্তিগত জীবনও তাঁর রূপকথার চেয়ে কিছু কম নয়। ২০১৫ সালে দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবধ্য হন তিনি। ২০১৯ সালে পুত্র সন্তান লাভ করান তাঁরা। নিজের বিবাহ জীবনের বিভিন্ন মুহূর্তের কথা মাঝে সাঝেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন গায়িকা। আর এবার নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে একগুচ্ছ ছবি পোস্ট করলেন গায়িকা। বিয়ের দিনের ছবি সহ রিসেপশানের দিনের ছবি পোস্ট করেন তিনি। পুরনো দিনের স্মৃতি রোমন্থন করে তিনি জানান এই পথ চলা যেন দীর্ঘ হয়।
দেখুন অন্য খবর