কলকাতা: ৫১ কোটা পার করেও স্মোকিং হট ছাইয়া ছাইয়া গার্ল। মালাইকা আরোরা (Malaika Arora), অভিনেত্রী যেমন চাবুক ফিগার, তেমনি নিজের স্টাইল স্টেটমেন্ট (Fashion Malaika Aroras)। বলিউডে অনেকের চোখেই তিনি ‘স্টাইল আইকন। বলিউডের গ্ল্যাম ডিভা নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য আলাদা পরিচিত বানিয়েছেন। এবার লাল পোশাকের লুক দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন।
মালাইকা অরোরা (Malaika Arora), যার আলাদা কোন ইন্ট্রোডাকশানের প্রয়োজন নেই। মালাইকা নিজের ফিটনেস ও অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য চর্চায় থাকেন। অভিনেত্রীর ফ্যাশনের জন্য সবার লাইমলাইট কেড়ে নেন। এবার বোল্ড অবতারে ধরা দিলেন মালাইকা। অভিনেত্রী তাঁর সাহসী আবতারে পুরুষদের হার্টবিট বাড়ান। সম্প্রতি, ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর ফ্যাশনে কুপকাত নেটিজেনরা। এবার বোল্ড রেড ড্রেসে শীতেও নেটাগরিকদের ঘাম ঝড়ালেন অভিনেত্রী। ছবিতে মালাইকাকে রেড টু-পিস ড্রেসে সাহসী লুক দেখা গিয়েছে। লাল রঙের ডিজাইনার পোশাকে অনবদ্য দেখাচ্ছে অভিনেত্রীকে। মালাইকা রেড ট্যাঙ্ক টপের সঙ্গে সিপ্লেট স্কাট আর লাল জ্যাকেট। উজ্জ্বল টেক্সচার একটি মসৃণ সিলুয়েট তৈরি করেছেন। মালাইকার মেকআপ সাহসী এবং গ্ল্যামারাসের একটি নিখুঁত মিশ্রণ লক্ষ্য করা গিয়েছে। তার ত্বক একটি উজ্জ্বল বেস সঙ্গে ন্যুড লিপস্টিক। এই লুকে কুপকাত পুরুষরা।
আরও পড়ুন: কালো পোশাকে রানি মুখার্জি গ্ল্যামারাস লুক
View this post on Instagram
অন্য খবর দেখুন