গত ২ নভেম্বর কন্যাসন্তানের মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj), মাতৃত্বের এই আনন্দময় মুহূর্তটি ভাগ করে নিচ্ছেন সবার সাথে। পরনে সাটিনের দুটি টুকরো পোশাক, আর উন্মুক্ত বেবি বাম্প নিয়ে সম্প্রতি নিজের মেটারনিটি ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন তিনি। ছবি দেখে বোঝাই যাচ্ছে শ্রীময়ী কতটা গর্বিত এই নতুন পরিচয়ে। দীপিকা, বিপাশা, সোনমদের মতো মাতৃত্বকালীন ফটোশ্যুট করে নিজের মাতৃত্বের মুহূর্তগুলি চিরস্মরণীয় করে রাখতে চেয়েছেন কাঞ্চন ঘরণী।
এই ফটোশ্যুটের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, “আমি জীবনে অনেক কিছুর জন্যই গর্বিত, কিন্তু মাতৃত্বের সামনে সবকিছু ফিকে।” মেটারনিটি ফটোশ্যুটে মনোক্রম ছবিতে চুলে রেট্রো বিনুনি বাঁধা শ্রীময়ীকে দেখে টলিউডের দর্শক মহল মুগ্ধ। ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। ছবির ফ্রেমে ফুটে উঠেছে তাঁর আত্মবিশ্বাস ও মাতৃত্বের ঐশ্বর্য।
আরও পড়ুন: ২১ বছর পর ফের মুক্তি পাচ্ছে ‘কাল হো না হো’
তবে মাতৃত্বের এই সুখের পথে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। নিজের থেকে ২৭ বছরের বড় অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিককে বিয়ে করার পর থেকেই তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। এমনকি বিয়ের সাড়ে আট মাসের মাথায় মা হওয়ায় শ্রীময়ীকে অনেকেই ট্রোল করেছেন। তবুও তিনি স্পষ্ট জানিয়েছেন, মা হওয়ার সিদ্ধান্তটি ছিল তাঁর ও কাঞ্চনের সম্পূর্ণ সচেতন পছন্দ।
সন্তান কৃষভির প্রথম ছবি সামাজিক মাধ্যমে শেয়ার না করলেও শ্রীময়ী নিজের মাতৃত্বের অভিজ্ঞতার বিভিন্ন টুকরো মুহূর্ত সবার সাথে ভাগ করে নিচ্ছেন। সন্তান জন্মানোর পর তাঁর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে তাঁর পুরো জগৎ এখন কন্যাকে ঘিরেই আবর্তিত। সোশ্যাল মিডিয়ায় মাতৃত্বকালীন ফটোশ্যুটের বিভিন্ন মুহূর্ত শেয়ার করে শ্রীময়ী ভক্তদের মন জয় করেছেন।
শ্রীময়ী মাত্র ২৬ বছর বয়সেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন, অন্যদিকে কাঞ্চন মল্লিক ৫৩ বছর বয়সে দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেলেন। শ্রীময়ীর এই সাহসী ও আত্মবিশ্বাসী পদক্ষেপ তাঁর ভক্তদের মনোযোগ আকর্ষণ করেছে।
দেখুন আরও খবর: