কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সুপ্রিম কোর্টে (Supreme Court) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। কলকাতা হাইকোর্টের (Calcutta High Courts) বিচারপতি অমৃতা সিংহের একক বেঞ্চ ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করতে নারাজ শীর্ষ আদালত। শুক্রবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আইন মেনে তদন্ত চালাতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
আরও পড়ুন: মহুয়াকাণ্ডে রিপোর্ট পেশ এথিক্স কমিটির, ২টো পর্যন্ত ফের মুলতুবি লোকসভা
ব্যক্তিগত অধিকার এবং স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিচারপতি অমৃত সিংহের রায়ে। তদন্তের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করছে হাইকোর্ট। যে নির্দেশের ফলে ১০ বছরের পুরনো নথিও তদন্তকারীকে দিতে হয়েছে। অভিষেকের এই অভিযোগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ সাড়া দেয়নি। অভিষেকের আবেদন খারিজ করে দেয়। যে কারণে তাঁর সুপ্রিম কোর্ট যাওয়া। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ বলেছিল, তদন্তে অভিষেককে সাহায্য করতে হবে। তদন্তের স্বার্থে তথ্য এবং নথি দিয়ে সাহায্য করতে হবে। ইডি’র তথ্য চাওয়ার দাবি অন্যায্য নয়। বিচারপতি সিনহা এক্তিয়ার লঙ্ঘন করেননি। প্রয়োজন মনে করলে ৪৮ ঘণ্টা আগে অভিষেককে সমন পাঠাবে ইডি। বর্তমানে অভিষেক কোম্পানির সিইও ও এক জন সাংসদও। ফলে তথ্য এবং নথি প্রকাশ করলে তাতে অসুবিধার কিছু হবে না বলে মনে করে আদালত। ডিভিশন বেঞ্চের নির্দেশের এই অংশটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক।
আরও অন্য খবর দেখুন