নয়াদিল্লি: বিতর্কিত মন্তব্য করায় কর্নাটকের (Karnataka) বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) স্বতঃপ্রণোদিত মামলা। লাইভ শুনানি চলাকালীন বিচারপতির করা মন্তব্যের দুটি ভিডিও ক্লিপের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে কর্নাটক হাইকোর্টের রিপোর্ট তলব।
সম্প্রতি বিচারপতি বেদব্যাসাচার শ্রীশানন্দের দুটি ভিডিও ক্লিপ (ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল) সমাজ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি বেঙ্গালুরুর একটি এলাকাকে পাকিস্তান বলে উল্লেখ করছেন। অন্য ভিডিওতে এক মহিলা আইনজীবীর প্রতি তাঁকে আপত্তিকর মন্তব্য করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জেপিসি বৈঠকে তীব্র বিতণ্ডা
বিচারপতিদের আচরণ সম্পর্কে আমরা একটি ন্যূনতম গাইডলাইন স্থির করতে পারি। একই সঙ্গে ওই হাইকোর্টের সেক্রেটারি জেনারেলের রিপোর্ট প্রয়োজন। এই মন্তব্য করে বেঞ্চের ওই হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের রিপোর্ট তলব। আগামী সোমবার মামলার শুনানি। সমাজ মাধ্যমের এই সময়ে আমাদের সবাই খুঁটিয়ে দেখে। আমাদেরও সেই মতো আচরণ করা দরকার। মন্তব্য প্রধান বিচারপতির।
আরও খবর দেখুন