Thursday, September 18, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollআধখোলা শার্ট, নতুন বছরে বোল্ড লুকে স্বস্তিকা

আধখোলা শার্ট, নতুন বছরে বোল্ড লুকে স্বস্তিকা

কলকাতা: টলিউডে খুব কম সময়ে কাজ মধ্যদিয়ে নিজের পরিচিতি বানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালে। তারপরে নায়িকা অবশ্য বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। বর্তমানে ভালো চরিত্রের খোঁজে রয়েছেন স্বস্তিকা। বছরের প্রথম দিনেই উষ্ণতায় ভরালেন অভিনেত্রী। তাঁর পোস্ট করা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে।

ব্যক্তিগত জীবনে আপাতত সিঙ্গল স্বস্তিকা। বছর দুই আগেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিন বছরের প্রেম ভেঙেছে। তবে সেই প্রেম ভাঙা নিয়ে স্বস্তিকা খুব একটা ভেঙে পড়েননি। বরং সব ফোকাস কাজের মধ্যে রেখেছেন। নতুন বছরে স্বস্তিকার রেজোলিউশন আরও ভালো ভালো কাজ করা। আর নিজের শারীরিক-মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ‘না’ বলতেও শিখতে চান অভিনেত্রী।

আরও পড়ুন: ৪ বছর পর ‘রঘু ডাকাত’-এর লুক প্রকাশ্যে

নিউ ইয়ার রেজলিউশনটা একটা ট্রেন্ডের মতো। তেমনি নতুন বছরেই স্যোশাল মিডিয়ায় বোল্ড ছবি পোস্ট করে ঝড় তুলেছেন অভিনেত্রী। ছবিতে স্বস্তিকা ধরা দিলেন আধখোলা সাদা শার্টে। সাদা শার্ট আর রিপ জিন্সে অভিনেত্রীর বেপরোয়া লুক আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। কাঁধ থেকে শার্টের একদিক খুলে পড়ছে,একদিক খুলে পড়ছে, গলায় প্যাঁচানো হার ও খোলা চুলে অভিনেত্রীর কামুক দৃষ্টি আপনাকে পাগল করে দিতে বাধ্য। কিলার ভঙ্গীমায় স্বস্তিকার একের পর এক পোজ, চোখ সরাতে পারবেন না। শোনা যাচ্ছে, হিন্দি ধারাবাহিকে কাজ করবেন স্বস্তিকা।

 

View this post on Instagram

 

A post shared by Swastika Dutta (@swastika023)

অন্য খবর দেখুন

Read More

Latest News