কলকাতা: গড়ফায় প্রবীণ দম্পতির দেহ (Death) উদ্ধার। ঘরের ভিতর থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ওই বৃদ্ধের বয়স ৬৬ বছর। বৃদ্ধার বয়স ৬০। আত্মহত্যা বলে পুলিশের (Police) প্রাথমিক অনুমান। দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাতে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঘরের কোথায় কোন চাবি রয়েছে তাও উল্লেখ রয়েছে সুইসাইড নোটে। বৃদ্ধ দম্পতি জানিয়ে গিয়েছেন, নাতির প্রসাদের জন্য তাঁরা অপেক্ষা করছিলেন।
গড়ফার পূর্বাচল রোড এলাকায় একটি ফ্ল্যাটে পুত্র, নাতি, পুত্রবধূ নিয়ে সংসার ছিল ওই দম্পতির। ওই দম্পতির নাম সুধন্য প্রামাণিক ও সবিতা প্রামাণিক। নাতিকে ভালো করে মানুষ করার পরামর্শও দেওয়া হয়েছে লেখায়।
আরও পড়ুন: বিচারপতি নিয়োগে সুপ্রিম কোর্ট বনাম কেন্দ্রীয় সরকার দ্বন্দ্ব
দম্পতির পুত্র, পুত্র, পুত্রবধূ, নাতিকে নিয়ে পুরিতে বেড়াতে গিয়েছিলেন। তাঁরা বুধবার সকালে বাড়ি ফিরেছেন। ওই দম্পতির পুত্রদের পুরীর মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল। মনে করা হচ্ছে সেই প্রসাদের কথা সুইসাইড নোটে লেখা ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও খবর দেখুন