skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeScrollমানিকতলায় মৃত্যুর আগে যুবকের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল

মানিকতলায় মৃত্যুর আগে যুবকের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল

সামনে এল ময়নাতদন্তের রিপোর্ট

Follow Us :

কলকাতা: মানিকতলায় (Maniktala) যুবকের ময়নাতদন্তের (Post Mortem) রিপোর্ট (Report) সামনে এল। তাতে দেখা গিয়েছে, যুবকের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পেটে অ্যালকোহলের নমুনা মিলেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে (Investigation) নেমে পুলিশ (Police) জানতে পারে সুকুমার দাস ও শিবা নামে দুজন ১৪ তারিখ ওই যুবককে মারধর করে। মৃত যুবক নিজেও মদ্যপান করে থাকায় নিজের আহত হওয়ার ঘটনা বুঝতে পারেন না। এফআইআরে থাকা দুই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। তাঁকে মারধর করেছিল বলে জানতে পেরেছিল পুলিশ। মানিকতলা থানা এলাকার বিডন স্ট্রিটের বাসিন্দা অনিল রাজাক (৪৭)। স্থানীয় একটি গাড়ির গ্যারাজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। বুধবার সকাল ৮টা নাগাদ অনিলের বাড়িতে যায় মানিকতলা থানার পুলিশ। তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তদন্তে পুলিশ জানতে পারে তাঁর মৃত্যুর খবর শুনে তাঁর বাড়িতে এসেছিলেন গ্যারাজের মালিক ও সহ কর্মীরা। তাঁরাই জানান, সকালে দুজন অনিলকে মারধর করেছিলেন। পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

আরও পড়ুন: জয়নগরের সইফুদ্দিনের উত্থানই কি ‘বিরোধী’দের ঈর্ষার কারণ?

এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন,  মানুষ খুব হিংস্র হয়ে যাচ্ছে। ছোট খাটো ঘটনায় মারাত্মক হিংস্র হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলার কড়াকড়ি নেই। এই ধরনের ঘটনা বাড়ছে। গ্যারাজে পানশালা বসানোর প্রতিবাদ করেছিলেন। সেই মানুষের সুরক্ষা নেই? তখন পুলিশ কোথায়? সাধারণ মানুষের ওপর অত্যাচার হলে পুলিশের দেখা মেলেনা।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular