বিষ্ণুপুর: নেতা নির্বাচন ঠিক না হলে দলের বিপর্যয় অবশ্যম্ভাবী বলে দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। লোকসভা ভোটে (Lok Sabha Vote 2024 ) বঙ্গ বিজেপির বিপর্যয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে সৌমিত্রর গলায় ফের দলের সমালোচনা শোনা গেল। মঙ্গলবার তিনি আবারও অভিযোগ করেন, বিজেপির শীর্ষ নেতারা প্রার্থী বাছাইয়ে গোলমাল করেছেন। তার জেরেই বাংলায় ধরাশায়ী হতে হয়েছে বিজেপিকে। সৌমিত্র এও জানিয়েছেন, বাংলার উন্নয়নের জন্য, বিষ্ণুপুরের উন্নয়নের জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে যেতে রাজি আছেন, যাবেন অন্য মন্ত্রীদের কাছেও। তবে কি তিনি বিজেপির দিকে পা বাড়াচ্ছেন? জবাবে বিজেপি সাংসদ বলেন, কোনও প্রশ্নই ওঠে না। বিজেপিতে ছিলাম, আছি, থাকব। বিজেপির টিকিটে জিতেছি। দলের প্রতি শ্রদ্ধা অটুট রয়েছে, থাকবে।
এবার সৌমিত্রর জয়ের ব্যবধান অনেক কমে গিয়েছে। ভোটের ফল প্রকাশের পরই তিনি দাবি করেছিলেন, তৃণমূলে থাকলে অন্তত দেড় লক্ষ ভোটে জিততেন। সৌমিত্র ভোট এবং দল পরিচালনা নিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশংসাও করেন। পাশাপাশি দলের রাজ্য নেতৃত্বকে অযোগ্য বলে কটাক্ষ করেছিলেন। তার মধ্যেই মঙ্গলবার ফের তিনি বাংলার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার কথা বলায় তাঁকে নিয়ে নানা জল্পনার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: মঙ্গলে মঙ্গল দক্ষিণবঙ্গে, শুরু স্বস্তির বৃষ্টি
এদিন সৌমিত্র বলেন, প্রকৃত বিরোধীদের মতো বিরোধিতা করতে হবে আমাদের। শুধু মুখে বিরোধিতার কথা বললে হবে না। কাজেও তা করে দেখাতে হবে। সাম্প্রতিক রেল দুর্ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিজেপি সাংসদ বলেন, রেল পরিষেবা নিয়েও মানুষের অনেক ক্ষোভ রয়েছে। রেলের যাত্রীরা অনেক কষ্ট পান। সেদিকগুলো আমাদের ভাবতে হবে। দুবারের সাংসদ হওয়ার পরও সৌমিত্রের ভাগ্যে মন্ত্রিত্ব জোটেনি। তা নিয়েও তাঁকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল। এদিন তিনি অবশ্য বলেন, মন্ত্রিত্ব নিয়ে আমার কোনও ক্ষোভ নেই।
অন্য খবর দেখুন