বিষ্ণু হিন্দু দেবতা (Lord Vishnu) । তিনি সমগ্র সৃষ্টির রক্ষাকারী ও পালনকর্তারূপে শাস্ত্রে বর্ণিত। ঋগ্বেদ ও পুরাণে তাঁর নানাবিধ মহিমার উল্লেখ আছে। কথিত হয় যে, সৃষ্টি রক্ষাকল্পে বিষ্ণু দশবার দশরূপে পৃথিবীতে আবির্ভূত হন, যাকে বলা হয় দশাবতার।
বামনাবতাররূপে বলিবিনাশ, বরাহাবতাররূপে নিমজ্জমানা পৃথিবীর উত্তোলন, নৃসিংহরূপে হিরণ্যকশিপুবধ, দাশরথি রামরূপে রাবণবধ প্রভৃতি তাঁর অবতার-কেন্দ্রিক কাহিনী। বুদ্ধরূপে তিনি অমর হয়ে আছেন। দশম কল্কি এখনও আবির্ভূত হননি। বিষ্ণুর আর্শীর্বাদ থাকে সব সময় এই চার রাশির (Zodiac Sign) উপরে-
আরও পড়ুন: শনির শুভ ফলের প্রভাবে এই তিন রাশির আর্থিক উন্নতির যোগ
বৃষ রাশি: জ্যোতিষ অনুযায়ী বৃষ রাশির জাতকরা বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই রাশির জাতক জাতিকাদের আশীর্বাদ থাকে। বাধা বিঘ্ন জীবনে আসলেও তারা আত্মবিশ্বাসের জোরে সেই বাধা কাটিয়ে সাফল্য লাভ করেন। জীবনে এদের আনন্দে কাটাতে ভালোবাসেন। অর্থাভাবের মুখোমুখি হতে হয় না। কোনও সমস্যায় জড়ালেও বিষ্ণুর কৃপায় সেই বিপদ কাটিয়ে উঠতে পারেন তারা।
কর্কট রাশি: এই রাশির জাতকদের ওপর বিষ্ণুর আশীর্বাদ থাকে। নারায়ণের আশীর্বাদে এই রাশির জীবনে লড়াকু মনোভাবের হয়ে থাকেন। কোনও কিছুতেই হার মানেন না। পরিশ্রম করতেও ভয় পান না। পরিশ্রমই তাদের জীবনে সাফল্য এনে দেয়। হার না মানা স্বভাবের জন্য এরা জীবনে প্রতিষ্ঠিত হন।
সিংহ রাশি: সিংহ রাশির জাতকরাও বিষ্ণু রাশির প্রিয়। এই রাশির জাতকরা নিজের কাজের প্রতি সৎ ও ন্যায় নিষ্ঠাবান হয়ে থাকেব। যে কারণে শীঘ্র সাফল্য লাভ করতে পারেন এই রাশির জাতকরা। এ ছাড়াও পরিশ্রমকে ভয় পান না। জীবনে যত বড় বিপই আসুক না কেনো, মোকাবিলা করতে পিছু পা হয় না।
তুলা রাশি: জ্যোতিষ অনুযায়ী বিষ্ণুর প্রিয় রাশির মধ্যে রয়েছে তুলা রাশির নাম। এই রাশির জাতকদের উপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে। এমনকি নারায়ণের আশীর্বাদে তুলা জাতকরা প্রচুর মান-সম্মান খ্যাতি, যশ অর্জন করে। যেকোনও পরিস্থিতিতে এরা প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যেতে প্রস্তুত থাকে। পরিবারকে সঙ্গে নিয়ে এরা চলতে খুব ভালোবাসে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।