ধূপগুড়ি: ছটপুজোকে কেন্দ্র করে নদীর ঘাটে হাতাহাতি তৃণমূল নেতার। পরিস্থিতি সামলাতে গিয়ে ধাক্কা খেল পুলিশও। ধূপগুড়ি (Dhupguri) পুর এলাকায় দুটি নদী ঘাটে ছট পুজোর (Chhath Puja) আয়োজন করা হয়েছে। কিন্তু ছট পুজোকে কেন্দ্র করে কুমলাই নদীর ঘাটে ঘটল সংঘর্ষের ঘটনা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজনের দিকে ধেয়ে আসছেন বেশ কয়েকজন। সেখানে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ধূপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। এমনকি পুলিশকেও আচমকা এই মারপিট সামলাতে হিমসিম খেতে হয়।
রবিবার দুপুরের পর থেকেই বাজার-ঘাট খালি। প্রত্যেকের নজর টিভির পর্দায় ও মোবাইলে। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছিল। পাশাপাশি রবিবার ছিল ছট পুজো। ছট ঘাটে পুজোর মধ্যেও সবার নজর ছিল স্কোর বোর্ডের দিকে। আর এদিকে হঠাৎ ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত ছট পুজোর ঘাটে উত্তেজনা ছড়ায়। সেই সংর্ঘষের (Clash) ভিডিও ভইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজনকে মারতে তার দিকে ধেয়ে আসছেন বেশ কয়েকজন। সেখানে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ধূপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। তবে পুলিশের সামনেই মারধর করতে দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োয়। এ নিয়ে নদী ঘাটে তুমুল উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
আরও পড়ুন: সপ্তাহের শেষে ১৫ ডিগ্রিতে তাপমাত্রা, জেলা জুড়ে শীতের আমেজ
তবে এবিষয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। এবিষয়ে বিজেপি নেতা চন্দন দত্ত বলেন, নিন্দনীয় ও লজ্জাজনক ঘটনা। ছট পুজোর ঘাটে এই ঘটনা মানা যায় না। এর আগেও ভাইস চেয়ারম্যানকে মারপিট করতে দেখা গিয়েছে। তৃণমূল যে অসভ্য দল সেটা আবার প্রমাণ হল। আর পুলিশ তো তৃণমূলের দলদাস। কেননা সাধারণ মানুষ হলে পুলিশ ঠিক ব্যবস্থা নিত। এখানে পুলিশ ব্যবস্থা নিবে না।” যদিও এবিষয়ে ধূপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ সিং কোনও মন্তব্য করতে চাননি।
আরও অন্য খবর দেখুন