কলকাতা: ২১ জুলাই প্রস্তুতি শুরু শহীদ দিবসের (Shahid Diwas) করল তৃণমূল। এবারের ২১’শে জুলাই সমাবেশ তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ। ৪২ টি আসনের মধ্যে ২৯টিতেই জয়ী হয়েছে তৃণমূল। মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, লোকসভা ভোটে বিপুল সাফল্যের পরে এই সমাবেশ তাদের কাছে স্পেশাল। শুক্রবার নতুন কর্মসূচির কথা জানা গেল তৃণমূল সূত্রে। শহীদ দিবসের আগের দিন ‘চায়ের আড্ডা’য় মিলিত হবে তৃণমূলের একাধিক সোশাল মিডিয়া গ্রুপ। তাতে যোগ দিতে সকলকে আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: বিজেপি কর্মী খুনের ঘটনায় পুলিশকে সাতদিনের আল্টিমেটাম শুভেন্দুর
এ বছরের শহীদ দিবসের মঞ্চ থেকেই ২৬-এর বার্তা দেবেন তৃণমূল নেত্রী মমতা৷ রবিবার শহীদ দিবসের মঞ্চ থেকে দলের নিচুতলা থেকে শীর্ষ নেতাদের আগামী বিধানসভা নির্বাচনের রুটম্যাপ ঠিক করে দেবেন মমতা। তার আগে প্রতি বছরই তৃণমূলের (TMC) সোশাল মিডিয়া গ্রুপগুলির সমবেত মিলনোৎসব হয়ে থাকে ‘চায়ের আড্ডা’য়। রাজ্যের তৃণমূল কর্মীরা সকলে একজায়গায় মিলিত হয়ে (Gathering) মত বিনিময় করেন। আগামিদিনে সংগঠনের কাজ কি ভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তাও আলোচনা হবে। সোশাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, আগামী শনিবার, ২০ জুলাই, হাজরার সুজাতা দেবী স্মৃতি সদনে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে এই আড্ডা। আড্ডার পাশাপাশি রাজ্যের বিরোধী দলকে চাপে রাখার রণকৌশল ঠিক করা হবে বলে মনে করা হচ্ছে।
অন্য খবর দেখুন