ডোমকল: ৪২ বছর বয়সেও প্রেমিকের বাড়িক সামনে ধরনায় প্রেমিকা। মেয়ের ফেসবুক সূত্রে আলাপ। সেখান থেকে বন্ধুত্ব গড়িয়ে প্রেম। তাই স্ত্রীর মর্যাদা পেতে তরুণ প্রেমিকের বাড়ির সামনেই ধরনায় বসলেন মুর্শিদাবাদের ডোমকলের এক বধূ। তাঁ অভিযোগ, ১৮ বছরের তরুণ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি অন্য এক জনকে বিয়ে করেছেন। তাই তিনি ওই তরুণের বাড়ির সামনে ধরনায় বসেছেন।
যদিও ওই বধূর সঙ্গে প্রেমের দাবি উড়িয়ে দিয়েছেন তরুণ। তাঁর দাবি, ফেসবুকে বন্ধুত্ব ছাড়া ওই মহিলার সঙ্গে আর কোনও সম্পর্ক তাঁর ছিল না। মহিলার ধর্না তুলতে ওই তরুণের পরিবারের লোকজন তাঁকে বেধড়ক মারধর করেন বলেও অভিযোগ।
আরও পড়ুন: জামিন পেলেন নেতাই গণহত্য়া কাণ্ডের মূল অভিযুক্ত রথীন দণ্ডপাট
স্থানীয় সূত্রে খবর, ডোমকলের জোড়গাছার ওই বিবাহবিচ্ছিন্না বধূর মেয়ের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় বাবলাবনার এক তরুণের। মাঝে মধ্যেই মেয়ের ফেসবুকে মেসেজ আসত ওই তরুণের। মেয়ের অনুপস্থিতিতে সেই সব মেসেজ দেখতেন ওই বধূ। এ ভাবেই মেয়ের পাশাপাশি মায়ের সঙ্গেও বন্ধুত্ব গড়ে ওঠে তরুণের। বধূর মেয়ের বিয়ে হয়ে গেলেও তাঁর সঙ্গে বন্ধুত্ব থেকে যায় ওই তরুণের। সেখান থেকে তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্কও গড়ে ওঠে। কিন্তু সম্প্রতি তাঁদের সম্পর্কের কথা জানতে পেরে তরুণের পরিবারের সদস্যরা বিয়ে দিয়ে দেন। এরপরই ওই তরুণের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগে সরব হন ওই বধূ।
তাঁর দাবি, ওই তরুণ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন। শনিবার থেকে তরুণের বাড়ির সামনে ধরনাতেও বসেছেন ওই বধূ। তাঁকেও স্ত্রীর মর্যাদা দিতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি।
দেখুন আরও অন্যান্য খবর: