কলকাতা: দশমী মানেই উমার কৈলাসে ফেরার পালা। সকলের মন ভারাক্রান্ত, চারিদিকে বিষাদের সুর। ঢাকের তাল, দেবীর বরণ সিঁদুর খেলার (Sindoor Khela) পর হাসি মুখে মাকে বিদায় জানিয়েছেন সকলেই। দশমীতে সিঁদুরে রাঙা হয়ে সাজে নজর কাড়লেন চলি নায়িকারা। কারও এ বছরই ছিল প্রথম সিঁদুরখেলার অভিজ্ঞতা। মাকে বরণ করে সিঁদুরে রাঙা হলেন শুভশ্রী, কোয়েল, দর্শনা, কৌশানী, সায়নী সকলেই।
View this post on Instagram
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Sindoor Khela Subhashree Ganguly) দশমীর সাজের মন কেড়েছে বহু অনুরাগীর। তাঁর সাজ ছিল লাল-সাদা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে হাতে, কানে ও গলায় ভারী সোনার গয়নায় সেজেছিলেন নায়িকা। খোলা চুল, গালে সিঁদুরের ছোঁয়া সাবেকি সাজে শুভশ্রী যেন অপরূপা। খোলা চুল, গালে সিঁদুরের ছোঁয়া সাবেকি সাজে শুভশ্রী যেন অপরূপা। সঙ্গে ছিলেন স্বামী পরিচালক- বিধায়ক রাজ চক্রবর্তী এবং ছোট্ট ইউভান।
আরও পড়ুন: আম্বানিদের বিয়েতে রণবীরের হাত ধরে আরতি দীপিকার! ভাইরাল ভিডিও
View this post on Instagram
এবছরই মল্লিক বাড়ির দুর্গাপুজো ১০০ বছরে পা দিয়েছে। স্বাবাবিক ভাবে অন্যবারে তুলনায় এবারের পুজো ছিল একেবারে অন্য রকমের। কোয়েল দ্বিতীয়বার মা হতে চলেছেন। বাড়ির পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (koel Mallik)। সাবেকি সাজে মাকে বরণ করেছেন নায়িকা। ভিডিও বার্তায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
View this post on Instagram
এছাড়াও ঋতাভরী চক্রবর্তী, সায়নী ঘোষ, কনীনিকা বন্দ্যোপাধ্যায় সহ বেশীরভাগ তারকারাই সামিল হয়েছিলেন সিঁদুর খেলায়। বিয়ের পর প্রথম দুর্গাপুজোয় স্বামী সৌরভ দাসের সঙ্গে সিঁদুরখেলায় মাতলেন অভিনেত্রী দর্শনা বণিকও। সাবেকি সাজে দেখা গেল দর্শনাকে। দশমীতে লাল স্বর্ণচুরি শাড়িতে নজর কাড়লেন নায়িকা।
শ্রীময়ী চট্টরাজ আর কাঞ্চন মল্লিকের বিয়ের পর এই বছরই প্রথম সিঁদুর খেললেন জুটিতে। যশও নুসরতও সিঁদুর খেলার ছবি শেয়ার করেছেন।
দেখুন ভিডিও