পূর্ব মেদিনীপুর: দীপাবলি ও ভাইফোঁটার টানা ছুটি। সেই ছুটি জমিয়ে উপভোগ করতে পর্যটকের (Tourists) ঢল নেমেছে দিঘার (Digha) সমুদ্র সৈকতে । পর্যটন শহর দিঘায় সমুদ্রস্নানের আনন্দে মাতছেন পর্যটকরা। বাঙালির দিঘায় সারা বছরই পর্যটকের ঢল নেমে থাকে। একদিকে দীপাবলি অন্যদিকে বুধবার ভাই ফোঁটা পর্যটন শহর দিঘা সেজে উঠেছে আলোকসজ্জা। ভাইফোঁটার দিন দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। দীপাবলীর আনন্দ ও ভাইফোঁটা একসাথে উপভোগ করছেন ঘুরতে আসা পর্যটকরা।
আরও পড়ুন: পান বিলাসীদের জন্য স্বর্গ ভগতদের দোকান
ছুটি পেয়ে পর্যটকরা দিঘামুখী হওয়ায় হাসি হোটেল ব্যবসায়ীদের মুখে। দূর দূরান্তের বহু পর্যটকরা দিঘায় এসেছেন। শীতের আমেজ উপভোগ করতে সৈকত শহর দিঘায় উপচে পড়ল পর্যটকদের ভিড়। পর্যটকরা আনন্দে সমুদ্র স্নানে মেতে উঠেছে আট থেকে আশি সকলে। প্রত্যেকেই দিঘার সৌন্দর্যে খুবই আনন্দ ও আপ্লুত। দীঘা যেভাবে সেজে উঠেছে নব রূপে, নব সাজে, দিন দিন ভিড় বেড়াচ্ছেন পর্যটকরা। পর্যটকদের ভিড় জমানোয় স্বাভাবিকভাবেই হোটেল মালিকরা খুশি।
আরও অন্য খবর দেখুন