Thursday, July 3, 2025
HomeScrollময়নায় বিজেপি নেতা খুনে এনআইএ-এর হাতে গ্রেফতার তৃণমূল কর্মী
Maina NIA

ময়নায় বিজেপি নেতা খুনে এনআইএ-এর হাতে গ্রেফতার তৃণমূল কর্মী

২০২৩ সালের খুনে গ্রেফতার তৃণমূল কর্মী নবকুমার মণ্ডল

Follow Us :

সৌম্যজিত চট্টোপাধ্যায়,ময়না: ময়নার (Moina) বিজেপি নেতা খুনে এনআইএ (NIA)-হাতে গ্রেফতার হলেন নবকুমার মণ্ডল(Nabakumar Mondal)। ২০২৩ সালের মে মাসে ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তিনি বাকচায় বিজেপি-র ২৩৪ নম্বর বুথের সভাপতি ছিলেন।

অভিযোগ স্ত্রী-ছেলেকে মারধর করে, বাইকে চাপিয়ে তুলে নিয়ে গিয়ে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাতে বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় দেহ মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছিল। কলকাতা হাইকোর্ট খুনের ঘটনায় এনআই একে তদন্তের নির্দেশ দেয়। এই অনুযায়ী একাধিকবার এনআইএর তদন্তকারী টিম ময়নাতে আসে।

আরও পড়ুন:পূর্বাভাস সত্যি করেই শুরু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

মঙ্গলবার রাতে ময়নার বাকচায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় পলাতক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল এনআইএ। গোপন সূত্রে খবর পেয়ে এনআইএ-এর প্রতিনিধিরা নবকুমার মণ্ডলকে গোড়ামহল গ্রাম থেকে গ্রেফতার করে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39